আমাদের সিলেট ডটকম:
১৮ দলের ডাকা ৬০ ঘন্টার হরতালের দ্বিতীয় দিনেও শান্তিপূর্ণভাবে অতিবাহিত হচ্ছে। দুপুর পর্যন্ত সিলেটের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিএনপি নেতাকর্মীরা খন্ড খন্ড ভাবে নগরীর হকার্স পয়েন্ট, পূর্ব জিন্দাবাজার ও সিটি সেন্টার এলাকায় অবস্থান নিলেও কোথাও তাদের পিকেটিং চোখে পড়েনি। এদিকে, দুপুরে নগরীতে হরতাল বিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।
হরতালের দ্বিতীয় দিনেও আজ সোমবার নগরীতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। খুলেনি কোন দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান। অফিস আদালত খুললেও লোকজনের উপসি’তি খুবই কম। নগরীর দৰিণ সুরমা ও উত্তর সুরমা বাস টার্মিনাল থেকে কোন বাস ছেড়ে যায়নি। তবে, ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
সকাল সাড়ে ৭টার দিকে মানিকপীর রোডে মিছিল করে জামায়াত শিবির কর্মীরা। মিছিলটি মীরবক্স টুলায় গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের মহানগর শাখার ভারপ্রাপ্ত আমীর ডা. সায়েফ আহমদ, ভারপ্রাপ্ত সেক্রেটারী ফখরুল ইসলাম, মহানগর শিবিরের সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপু প্রমুখ। পরে, মীরবক্সটুলায় সমবেত হওয়া মহানগর বিএনপি নেতাকর্মীদের সাথে এক যোগে মিছিল নিয়ে কোর্ট পয়েন্ট পর্যন্ত আসেন তারা।
মিরবক্সটুলা থেকে ১৮ দলীয় জোটের মিছিলটি কোর্ট পয়েন্টে এসে সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশী বাধায় নেতাকর্মীরা ফিরে এসে শহীদ মিনারের সামনে সমাবেশ করেন। মহানগর বিএনপির সভাপতি এমএ হকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর ১৮ দলের সদস্য সচিব ও জামায়াত নেতা হাফিজ আবদুল হাই হারুন, বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের শামীম, জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ডা. সায়েফ আহমদ, মহানগর বিএনপির সহ সভাপতি বদরুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জালালী পংকী, যুগ্ম সম্পাদক আজমল বখত সাদেক, সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর খেলাফত মজলিসের নায়েবে আমীর আব্দুল হান্নান তাপাদারসহ অন্যরা বক্তব্য রাখেন।
সমাবেশ শেষ শহীদ মিনার এলাকা থেকে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির একটি মিছিল এসে অবস্থান নেয় করিম উল্লাহ মার্কেটের সামনে।
অন্যদিকে, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি দিলদার হোসেন সেলিমের নেতৃত্বে বিএনপি‘র বেশ কিছু নেতাকর্মী পূর্ব জিন্দাবাজারের সহির প্লাজার সামনে অবস্থান নেন। এছাড়া, সিলেট বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানার নিয়ে নগরীর জিন্দাবাজারস্থ সিটি সেন্টারের সামনে অবস্থান করছেন বিএনপির অপর একটি গ্রুপ।
এদিকে, বিরোধী দলের ডাকা হরতালের প্রতিবাদে দুপুর ১২টার দিকে নগরীতে বিক্ষোভ করে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। মিছিলটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে সুরমা মার্কেট ঘুরে পুণরায় কোর্ট পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে বক্তব্য রাখেন।
সিলেটে দ্বিতীয় দিনেও শান্তিপূর্ণ হরতাল, আ’লীগের হরতাল বিরোধেী মিছিল
Monday, October 28, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment