সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়ার ষড়যন্ত্র করছে। তারা গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশালী শাসন জাতির ঘাড়ে চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যে কোন প্রহসনের নির্বাচন বাংলার জমিনে প্রতিহত করতে দেশপ্রেমিক জনতা আজ ঐক্যবদ্ধ। জাতীয় নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় রায় দিয়ে হত্যার ষড়যন্ত্রের পরিণতি শুভ হবে না। অবিলম্বে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দসহ বিরোধী দলের সকল নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে জাতীয় নির্বাচন ঘোষনা করে পদত্যাগ করে জাতিকে অনিবার্য সংঘাতের হাত থেকে রক্ষা করুন। ভোটের অধিকার প্রতিষ্ঠায় গতকালের ন্যায় আজ ও আগামীকাল টানা ৬০ ঘন্টার সর্বাত্মক হরতাল পালন করে অবৈধ সরকারের পতন আন্দোলনে শামিল হোন।
গতকাল রোববার ১৮ দলীয় জোট কেন্দ্র আহুত টানা ৬০ ঘন্টার হরতালের প্রথম দিনে হরতাল চলাকালে নগরীতে বিশাল মিছিল বের করে সিলেট মহানগর জামায়াত। মিছিলপুর্ব সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। মিছিলটি নগরীর বন্দর বাজারস্থ পেপার পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান পয়েন্ট ঘুরে চৌহাট্রা পয়েন্টে ১৮ দলীয় জোট মহানগর এর সমাবেশে মিলিত হওয়ার মাধ্যমে সমাপ্ত হয়। এছাড়া সকাল থেকে নগরীর সবকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং করেন জামায়াত নেতাকর্মীরা।
মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ডা: সায়েফ আহমদ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারী মো: ফখরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পুর্ব সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত নেতা মো: শাহজাহান আলী, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা মুজিবুর রহমান, মুফতী আলী হায়দার, হাফিজ মশাহিদ আহমদ ও চৌধুরী আব্দুল বাসিত নাহির প্রমূখ।
জামায়াত নেতৃবৃন্দ গতকাল রোববার সিলেটে শান্তিপূর্ণ ও সর্বাত্মক হরতাল পালন করায় সিলেটবাসীকে অভিনন্দন জানান এবং আজ ও আগামীকালও সর্বাত্মক হরতাল পালনের আহ্বান জানান। তারা বলেন, অবৈধ এই সরকারকে ক্ষমতা থেকে হটাতে ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে টানা ৬০ ঘন্টার হরতাল সফলের বিকল্প নেই।
এদিকে আজ ও আগামীকালের হরতালের সমর্থনে নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে মিছিল করে মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মিছিলটি দরগা গেইটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।বিজ্ঞপ্তি
No comments:
Post a Comment