প্রযুক্তি নির্ভর কর্মবান্ধব শিক্ষা অর্জনে নতুন প্রজন্মকে গুরুত্ব দিতে হবে : ড. কবির
বাসস : বিশিষ্ট অর্থনীতিবিদ রূপালী ব্যাংকের চেয়ারম্যান ড. আহমদ আল-কবির বলেছেন, শুধু গতানুগতিক শিক্ষা নয়, আধুনিক প্রযুক্তি নির্ভর কর্মবান্ধব শিক্ষা অর্জনে নতুন প্রজন্মকে গুরুত্ব দিতে হবে।
তিনি আরো বলেছেন, কর্মমুখি শিক্ষা একদিকে যেমনি একজন শিক্ষার্থীকে দ্রুত কর্মসংস্থানের সুযোগ করে দেবে, অন্যদিকে তেমনি ব্যক্তি, সমাজ ও জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারবে।
ড. আহমদ আল-কবির বলেন, বাংলাদেশ এখন দ্রুত এগিয়ে যাচ্ছে।
বুধবার ৩০ অক্টোবর দুপুরে কানাইঘাট উপজেলার গাছবাড়ি মডার্ন একাডেমি আয়োজিত ওয়েলফেয়ার ফান্ডের বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মডার্ন একাডেমির পরিচালনা কমিটির সভাপতি ওলিউর রহমান। সমাজকর্মী এখলাছুর রহমানের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন সীমান্তিক টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার, গাছবাড়ী মডার্ন একাডেমি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল কুদ্দুস, ঝিংগাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ফজলে হক ও যুবনেতা নাজিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাদিয়া বেগম। মানপত্র পাঠ করেন মাছুমা বেগম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন সীমান্তিকের সম্পাদক শামীম আহমদ, রাজনীতিবিদ অ্যাডভোকেট আফসর আহমদ ও মাছুম বিল্লাহ চৌধুরী।
No comments:
Post a Comment