পশ্চিম জোনে চালুর দুমাসের মধ্যে বিকল হয়ে গেছে দুটি ডেমু ট্রেনের ইঞ্জিন
তনুজা শারমিন তনু, দিনাজপুর : চালুর দুই মাসের মধ্যেই বিকল হয়ে গেছে রেলওয়ের পশ্চিম জোনের পার্বতীপুর-ঠাকুরগাঁও ও পার্বতীপুর-লালমনিরহাট রেলপথে চলাচলকারী দুটি ডেমু ট্রেনের ইঞ্জিন। ফলে দুটি রেলপথে এ দুটি ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
পার্বতীপুর রেলওয়ে ডিজেল সেডের রক্ষণাবেক্ষণ শাখার প্রকৌশলীরা ৫ দিন ধরে ডেমু ট্রেন দুটির চারটি ইঞ্জিন মেরামতের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। অবশেষে চাইনিজ নির্মাতা প্রতিষ্ঠান তাংশানের বিশেষজ্ঞ প্রকৌশলীদের এনে ইঞ্জিনগুলো মেরামত করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পার্বতীপুর স্টেশন মাস্টার শেখ আবদুল জব্বার জানান, চীন থেকে বহুল আলাচিত ২০ জোড়া ডেমু (ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট) ট্রেন আমদানি করা হয়। এর মধ্যে রেলের পশ্চিম জোনের পার্বতীপুর-ঠাকুরগাঁও রেলপথে কমিউটার-১ ও পার্বতীপুর-লালমনিরহাট রেলপথে কমিউটার-২ নামে দুটি ডেমু ট্রেন চালু হয়।
২৭ আগস্ট সন্ধ্যায় পার্বতীপুর রেল স্টেশনে আনুষ্ঠানিকভাবে ডেমু ট্রেন দুটি উদ্বোধন করেন রেলমন্ত্রী মজিবুল হক। ২৮ আগস্ট থেকে দুই দিকে দুটি ইঞ্জিন ও একটি বগি সম্বলিত ৩শ (আসন ১৪৯, দাঁড়িয়ে ১৫১) করে ৬শ যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন ডেমু ট্রেন দুটি চলাচল শুরু করে। এতে ওই দুই রেলপথে চাকরিজীবী যাত্রীদের কর্মস্থলে যাতায়াতে বেশ সুবিধা হয়; কিন্তু চালুর দুই মাস না যেতেই ২৫ অক্টোম্বর দুটি ট্রেনেরই ইঞ্জিন বিকল হয়ে যায়।
No comments:
Post a Comment