সিলেট মহানগরীতে ৯২ শতাংশ মানুষ স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার করছে
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী মহানগরীর স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানিয়েছেন।
তিনি বলেছেন, লোক দেখানোর জন্য নয়, প্রকৃত অর্থেই স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কাজ করতে হবে।
বুধবার ৩০ অক্টোবর সকালে সিলেট নগর ভবনের সভাকক্ষে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষে আয়োজিত সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ও এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ আয়োজিত অনুষ্ঠানে মেয়র আরো বলেন, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন করতে বর্জ্য ব্যবস্থাপনারও উন্নয়ন প্রয়োজন। তা না হলে স্যানিটেশনে শতভাগ সফলতা অর্জন করা সম্ভব হবে না।
মেয়র স্যানিটেশনে শতভাগ সফলতার জন্য মডেল ওয়ার্ড হিসেবে মহানগরীর একটি ওয়ার্ডে প্রথমে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র সালেহ আহমদ চৌধুরী ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুধাময় মজুমদার।
No comments:
Post a Comment