বড়লেখা ও জুড়ী সফরে আসছেন প্রধানমন্ত্রী ॥ দুই উপজেলা জুড়ে আনন্দ

Monday, October 28, 2013

বড়লেখা ও জুড়ী সফরে আসছেন প্রধানমন্ত্রী ॥ দুই উপজেলা জুড়ে আনন্দ


জালাল আহমদ, বড়লেখা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ নভেম্বর বড়লেখা ও জুড়ী সফরে আসছেন। এটা এ দুই উপজেলায় তার দ্বিতীয় সফর। সরকার প্রধানের এই সফরের খবরে দুই উপজেলা জুড়ে আনন্দের বন্যা বইতে শুরু করেছে।


মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য শাহাব উদ্দিন প্রধানমন্ত্রীর আগমনের খবরটি নিশ্চিত করে জানান, শেখ হাসিনা ওইদিন বড়লেখা-জুড়ীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেল ৩টায় ভাষণ দেবেন বড়লেখার ঐতিহ্যবাহী পি. সি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে। তবে তার বিস্তারিত সফরসূচি স্থানীয় প্রশাসন বা দলীয় নেতৃবৃন্দের কাছে আসেনি।


২০০০ সালের ২৮ ফেব্রুয়ারি তখনকার আওয়ামী লীগ সরকারের শেষলগ্নে প্রধানমন্ত্রী প্রথম বড়লেখায় আসেন।


পাশপাশি অবস্থিত ৩টি উপজেলার ৭ লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের দাবি বন্ধ থাকা কুলাউড়া-শাহবাজপুর রেললাইন ৫৪০ কোটি টাকা ব্যয়ে পুনরায় চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্কার কাজের উদ্বোধন করতে পারেন।


এছাড়া তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বড়লেখা নতুন থানা ভবন, জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা ভবনের। এছাড়া মাধবকুণ্ডগামী রাস্তার সংস্কার কাজ, পিসি উচ্চ বিদ্যালয়ে মডেল স্কুল হিসেবে ভবন, দাসেরবাজার-বাছিরপুর মধ্যমনি রাস্তা ও জুড়ী উচ্চ বিদ্যালয়ে মডেল স্কুল হিসেবে ভবন উদ্বোধন এবং আরো কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


প্রধানমন্ত্রী দুই উপজেলার প্রায় ৮০ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করবেন।


ইতোমধ্যে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সফল করতে প্রস্তুতি শুরু হয়ে গেছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License