মোটরসাইকেল মেকানিকের হাতে তাহিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় মেকানিক যুগল ধর (৪০) কে মারধর করে আহত করে প্রায় ২ ঘন্টা ভাইস চেয়ারম্যান তার বাসায় আটক রাখার পর সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেন। যুগল ধর কিশোরগঞ্জ জেলা সদরের তারাপাশা গ্রামের রাখাল ধরের ছেলে।
ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার বড়ছড়া শুল্ক স্টেশন সংলগ্ন জয়বাংলা বাজারের পাশে।
স্থানীয়রা জানান, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া এলাকার কয়লা ব্যবসায়ী আলকাছ উদ্দিন খন্দকার, তার ছোট ভাই উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটনসহ এলাকার প্রভাবশালীদের নিয়ে বড়ছড়া শুল্ক স্টেশনের বাজার ভেঙ্গে বাজারের পাশে জয়বাংলা নামে একটি বাজার প্রতিষ্ঠা করেন। পরে সরকারী বাজার বলে টিকেট দিয়ে ৩৫৬ জন ব্যবসায়ীর কাছে থেকে জায়গা বিক্রি করে প্রায় ৩ কোটি টাকা আদায় করেন। তাদের নির্মিত বাজার ছাড়া বাজারের বাইরে কেউ দোকানপাট নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য করতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়। তাদের আদেশ অমান্য করে জয়বাংলা বাজারের পাশে দোকানঘর নির্মাণ করে যুগল ধর মোটর সাইকেলের গ্যারেজ খুললে গতকাল সোমবার উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার তাকে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মেকানিক যুগল ধরকে চর-থাপ্পর মারলে সেও তার লোকজন নিয়ে ভাইস চেয়ারম্যানকে মারধর করে। এ খবর জানতে পেরে ভাইস চেয়ারম্যানের লোকজন এসে মোটর মেকানিককে পিটিয়ে আহত করে তার বাসায় নিয়ে যায় এবং প্রায় ২ ঘণ্টা ভাইস চেয়ারম্যান তার বাসায় আটক রাখেন। পরবর্তীতে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেন। পরে আহত মেকানিক যুগল ধরকে স্থানীয় চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। এ ব্যাপারে মোটর মেকানিক যুগল ধর বলেন, তাদের নির্মিত বাজারে দোকানঘর না কেনার কারণে অন্যায়ভাবে ভাইস চেয়ারম্যান ও তার লোকজন আমাকে মারধর করে আটক করে জোরপূর্বক সাদা কাগজে সাক্ষর নিয়েছে। উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন বলেন, বাজারের বাইরে দোকানঘর নির্মাণ করা নিয়ে কথা কাটাকাটি হয়েছে মাত্র, লাঞ্ছিত হওয়ার কোন ঘটনা ঘটেনি।
তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান লাঞ্ছিত
Monday, October 28, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment