চুনারুঘাট উপজেলার পারকুল গ্রামের পারকুল বস্তি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে খোদেজা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে খুন করা হয়েছে।
রোববার রাত সাড়ে ১১টায় বৃদ্ধা খোদেজাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত খোদেজা পারকুল গ্রামের মৃত আনফর উলার স্ত্রী। পুলিশ জানায়, চুনারুঘাট উপজেলার পারকুল গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে সিরাজ মিয়ার সাথে একই গ্রামের আজগর আলীর ছেলে কুতুব আলীর জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সিরাজ মিয়ার পারকুল বস্তি এলাকার বাগান বাড়িতে দীর্ঘদিন ধরে তত্ত¡াবধায়ক হিসেবে বসবাস করছিলেন খোদেজা বেগম। রোববার রাত সাড়ে ১১টায় খোদেজা বেগমকে বা কারা কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ সোমবার সকাল ৯টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাজী কামাল উদ্দিন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে খোদেজা বেগম খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চুনারুঘাটে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
Monday, October 28, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment