মৌলভীবাজার থেকে আব্দুল হাকিম রাজঃ মৌলভীবাজার শহরের প্রাণকেন্দ্র আল-হামরার সামনের ড্রেনে গভীর রাত থেকে পড়ে থাকা কান্নারত এক নবজাতকের আশ্রয় হয়েছে টমটম চালকের বাসায়।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, মঙ্গলবার ভোর রাতে অজ্ঞাতরা একটি সদ্য ভূমিষ্ঠ ছেলে সন্তান পুরাতন হাসপাতাল সড়কের আল-হামরা প্রাইভেট হাসপাতালের সামনের ড্রেনের ভিতর ফেলে যায়। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ব্যাপক লোক জড়ো হলেও কান্নারত এ সন্তানটির কোনো সদগতি হয়নি।অবশেষে মনুনদীর তীরের বাসিন্দা টমটম চালক আলেক মিয়া শিশুটিকে ডাক্তার দেখিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে লালন পালনের জন্য নিয়ে যান।
ড্রেনে পড়ে থাকা নবজাতকের আশ্রয় হল টমটম চালকের বাসায়
Wednesday, October 30, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment