ড্রেনে পড়ে থাকা নবজাতকের আশ্রয় হল টমটম চালকের বাসায়

Wednesday, October 30, 2013

মৌলভীবাজার থেকে আব্দুল হাকিম রাজঃ মৌলভীবাজার শহরের প্রাণকেন্দ্র আল-হামরার সামনের ড্রেনে গভীর রাত থেকে পড়ে থাকা কান্নারত এক নবজাতকের আশ্রয় হয়েছে টমটম চালকের বাসায়।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, মঙ্গলবার ভোর রাতে অজ্ঞাতরা একটি সদ্য ভূমিষ্ঠ ছেলে সন্তান পুরাতন হাসপাতাল সড়কের আল-হামরা প্রাইভেট হাসপাতালের সামনের ড্রেনের ভিতর ফেলে যায়। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ব্যাপক লোক জড়ো হলেও কান্নারত এ সন্তানটির কোনো সদগতি হয়নি।অবশেষে মনুনদীর তীরের বাসিন্দা টমটম চালক আলেক মিয়া শিশুটিকে ডাক্তার দেখিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে লালন পালনের জন্য নিয়ে যান।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License