ঈশ্বরদী বিমান বন্দর আবার চালু ॥ ফ্লাইট শুরু করেছে ইউনাইটেড এয়ারওয়েজ
বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড নতুন অভ্যন্তরীণ রুট ঢাকা-ঈশ্বরদী ফ্লাইট শুরু করেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সিভিল এভিয়েশন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান বুধবার ৩০ অক্টোবর ইউনাইটেড এয়ারওয়েজের এই ফ্লাইট উদ্বোধন করেন।
উদ্বোধনী ফ্লাইটের পর ১৮ নভেম্বর থেকে নিয়মিতভাবে প্যাসেঞ্জার ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্য দিয়ে দেশের অন্যতম পুরনো এই বিমান বন্দর দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ও ইউনাইটেড এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment