আমাদের সিলেট ডটকমঃ
সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি সীমান্ত দিয়ে জোরপূর্বক অনুপ্রবেশ করেছে একটি পাজেরো জীপ। আজ সকালে সুতারকান্দি স্থল বন্দরে বিজিবি চেকপোস্টে তথ্য না দিয়েই জোরপূর্বক পালিয়ে যায় জীপসহ আরোহীরা। এ ঘটনার পর সিলেট জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। সিলেটের সকল প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট।
তবে, একটি সূত্র জানিয়েছে পাজেরো জীপে করে আসা ৩ আরোহীর সবাই বৃটিশ নাগরিক। তারা সীমান্তের অপারে বিএসএফ-কে নিজেদের পাসপোর্স নম্বর ও নাম ঠিকানা দিয়ে আসলেও রহস্যজনক কারণে বিজিবি চেকপোস্টে প্রয়োজনীয় তথ্য না দিয়েই পালিয়ে যায়।
জানা গেছে, আজ বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে সুতারকান্দি স্থলবন্দর দিয়ে গাড়ি দুটি প্রবেশ করে। তাদের আটকানোর জন্য বিজিবি জওয়ানরা তাদের নির্ধারিত চেকপোস্টে দাঁড়িয়ে ছিলেন। চেকপোস্টের কাছে আসামাত্র গাড়ী দুটি তাদের গতিপথ পরিবর্তন করে। এরপর চেকপোস্টকে পাশ কাটিয়ে দ্রুত ঢুকে পড়ে বাংলাদেশের অভ্যন্তেরে। এ সময় চেকপোস্টে কর্মরত বিজিবি জওয়ানরা তাদের অনুসরণ করতে গিয়েও ব্যর্থ হন। প্রত্যক্ষদর্শীরা জানান, জীপ দুটির একটি কালো রঙের ও অন্যটি ছিল রূপালী রংয়ের। জীপ দুটির একটি সামনের চালকের আসনের পাশে এক যাত্রী ছিলেন। অন্যটি চালাচ্ছিলেন এক ব্যক্তি তার পাশের সীটে কোন যাত্রী ছিলেন না। দুটি জীপেরই পেছনের প্যাসেঞ্জার সীটে কোন যাত্রী ছিল কি-না তা দেখা যায়নি। কারণ, দুটি জীপের গ্লাসই ছিল টিনটেড বা কালো রঙ দেয়া।
ঘটনার পর পরই বিষয়টি আখালিয়াস্থ বিজিবি সদর দপ্তর ও সিলেট জেলা পুলিশকে অবহিত করা হয়। জীপ দুটি ধরতে সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থানে বসানো হয় চেকপোস্ট। কিন্তু বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত জীপ দুটির কোন সন্ধান পাওয়া যায়নি।
একটি সূত্র জানিয়েছে, সুতারকান্দি সীমান্তের বিজিবি’র পক্ষ থেকে অপর পাশের বিএসএফ ক্যাম্পে যোগাযোগ করলে তারা জানিয়েছে, গাড়ীর প্রয়োজনীয় কাগজপত্র ও বৃটিশ পাসপোর্ট নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দেয়ার পর আরোহী ৩ জনকে যেতে দেয় বিএসএফ। গাড়ী দুটিতে বাংলাদেশের কোন নাম্বার ছিল না। তবে, তাদের আন্তর্জাতিক ট্রানজিট পারমিশন ছিল। গাড়ী দুটির আন্তর্জাতিক রেজিস্ট্রেশন নম্বর এক-৫৫ ও এনবি-৫২ জেডআর। আরোহী ৩ জনের এক জনের নাম কাবুল মিয়া। তার বৃটিশ পাসপোর্ট নম্বর-৪৫৪৭৯৩৩৫৬। অন্য গাড়ীতে ছিলেন আসকির আলী ও আমতর উদ্দিন নামের আরো দুজন। তাদের পাসপোর্ট নম্বর যথাক্রমে- ৫০৮৮৯৮৫৫৮ ও ৬৫২৪৯১৪৮৭।
কি কারণে তারা জোরপূর্বক বাংলাদেশে প্রবেশে করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে, একটি সূত্র জানিয়েছে, যুক্তরাজ্য থেকে আসা গাড়ী দুটির আরোহীরা সম্ভবতঃ বিদেশী গাড়ির কর ফাঁকি দিতেই জোরপূর্বক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে চলে এসেছেন।
সিলেট সীমান্তে রহস্যময় জীপের অনুপ্রবেশ আরোহীরা ছিল যুক্তরাজ্য প্রবাসী
Thursday, October 31, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment