সিলেটের খাদিমনগর বিসিক শিল্প নগরীতে দেয়াল ধসে একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : সিলেটের খাদিমনগর বিসিক শিল্পনগরীতে দেয়াল ধসে এক মোটর মেকানিক মারা গেছেন। বৃহস্পতিবার ৩১ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত মোটর মেকানিক জাফর আহমদের (৩২) বাড়ি চট্টগ্রামে বলে জানা গেছে।
জাফর আহমদ খাদিমনগর বিসিক শিল্প নগরীতে অবস্থিত মধুবন ফুড ফ্যাক্টরির মোটর মেকানিক। পার্শ্ববর্তী সানটেক টায়ার ফ্যাক্টরির তিনতলা ভবনের নিচতলায় মোটর বসানোর কাজ করতে গিয়ে তিনি প্রাণ হারান।
বিভিন্ন সূত্রে জানা গেছে, জাফর আহমদ যখন মোটর বসানোর কাজ করছিলেন তখন সানটেক টায়ার ফ্যাক্টরির নিচতলার একটি দেয়াল ধসে তার উপর পড়ে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ একজনকে আটক করেছে।
মধুবন ফুড ফ্যাক্টরির মার্কেটিং অফিসার মনির উদ্দিন জাফর আহমদের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।
No comments:
Post a Comment