সুরমা টাইমস রিপোর্টঃ কুলাউড়া উপজেলার গাজীপুর চাবাগানের শ্রমিক বস্তির একটি ঘর থেকে লক্ষী রবিদাস (১৪) নামের এক কিশোরি ও ছোট রবিদাস (২০) নামের এক যুবকের লাশ ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ ।
জানা যায়, হাসপাতালের নৈশ প্রহরী দুর্গাচরন রবিদাস সোমবার সকালে ডিউটি শেষে বাড়ী ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে দরজা ভেংগে লক্ষী ও ভায়রার ছেলে ছোট রবিদাস কে তীরের সংগে বাধা ঝুলন্ত লাশ দেখতে পায়। বিষয়টি তাৎক্ষনিক ভাবে বাগানের ব্যবস্থাপক কাজাল মাহমুদ কে জানালে তিনি পুলিশ কে খবর দেন। নিহত লক্ষী রবিদাস শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী। যুবক ছোট রবিদাস কমলগঞ্জ উপজেলার দেওরাছড়া চাবাগানের দর্শন রবিদাসের পুত্র। সে দীর্ঘদিন যাবত মাসির বাড়ীতে অবস্থান করতো। মৃত্যুর পূর্বে সে মা বাবার উদ্দেশে একটি চিরকুট লিখে যায় । চিরকুট থেকে জানা যায়, দীর্ঘদিন যাবত তাদের মধ্যে প্রেমের খেলা চলছিলো। পরিবার তথা সমাজ তাদের প্রেমকে স্বিকৃতি দেবে না বিধায় তারা একত্রে এই পৃথিবী থেকে বিদায় নেয়ার সিদ্ধান্ত নেয়। চিরকুটে উলেখ করে তাদের মৃত্যুর জন্য মা-বাবা বা আত্মীয় স্বজন কেহ দায় নয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে পুলিশ কুলাউড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
No comments:
Post a Comment