সুরমা টাইমস রিপোর্টঃ মঙ্গলবার রাত ১১টার দিকে আখালিয়া তপোবন আবাসিক এলাকার সামনে দুলাল আহমদ নামের এক যুবলীগ কর্মীর হাত পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আহত দুলাল আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে অস্ত্রোপচার হয়েছে। তবে হামলাকারীদের পরিচয় সনাক্ত করা যায়নি।
আহত দুলাল আহমদের বন্ধু যুবলীগ নেতা আবদুস সাত্তার জানান, মঙ্গলবার রাতে দুলাল তপোবন আবাসিক এলাকার সামনে তার মালিকানাধীন ডিলাক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বসা ছিলেন। এসময় ৫টি মোটর সাইকেলে কয়েকজন যুবক এসে তার উপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুলালের হাত-পায়ের রগ কেটে ফেলে। এসময় দুলালের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা একটি মোটর সাইকেল ও একটি মোবাইল ফোন সেট ফেলে পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা মোটর সাইকেলটি পুড়িয়ে ফেলে।
খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুলালকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার রাতেই দুলালের শরীরে কয়েক দফা অস্ত্রোপচার হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
আখালিয়ায় যুবলীগ কর্মীর হাত-পায়ের রগ কর্তন
Wednesday, October 30, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment