আমাদের সিলেট ডটকম:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর বাজারে সোমবার সন্ধ্যায় আওয়ামীলীগ ও বিএনপির অঙ্গ সংগঠন সমূহের দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় দু’দলের কমপক্ষে ২০জন নেতা কর্মী আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা চলমান হরতালের সমর্থনে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে নয়াবন্দর বাজারে এক মিছিল বের করা হয়। মিছিল শেষে পথসভা চলাকালে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়দলের কমপক্ষে ২০জন আহত হয়েছেন। এসময় কয়েকটি দোকান ভাংচুর ও হামলার চেষ্টা করা হয়।
আহতদের মধ্যে যুবলীগ কর্মী সাজ্জাদ হোসেন, সাহেদ আহমদ, হিরা মিয়া, হোসাইন আহমদ টিটু, ছাত্রদলের আলমগীর হোসেন, সানি মিয়াসহ উভয়দলের ২০জন আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জগন্নাথপুর থানা ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মাকছুদুর রহমান জানান, মিছিলকে কেন্দ্র করে দু’দলের নেতাকর্মীদের মধ্যে কিছু ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে, নয়াবন্দর বাজারে আওয়ামী লীগ ও বিএনপির অঙ্গসংগঠন সমূহের সংঘর্ষের খবর পেয়ে রাতে জগন্নাথপুর উপজেলা সদরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসমূহ পৌর শহরে হরতাল বিরোধী মিছিল করেছে।
জগন্নাথপুরের নয়াবন্দর বাজারে আ’লীগ-বিএনপি’র পাল্টাপাল্টি ধাওয়া: আহত ২০
Monday, October 28, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment