আমাদের সিলেট ডটকম:
বিরোধী দলের ডাকা হরতালের প্রতিবাদে সিলেট নগরীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। এসব কর্মসূচিতে বক্তারা ১৮ দলের হরতালকে ‘গণবিরোধী’ আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবী জানান।
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ঃ সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান বলেছেন, রাজনীতির নামে বিএনপি-জামাত দেশে যে অরাজকতা চালাচ্ছে তা আর চলতে দেয়া যায়না। দুই দিনের অহেতুক হরতালে দেশে যেসব প্রাণহানি ঘটেছে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার সকল দায়-দায়িত্ব বেগম জিয়াকে নিতে হবে। তিনি বলেন, একদিকে সংলাপ চাইবেন অথচ প্রধানমন্ত্রীর ফোন না ধরে হরতালের নামে লাশের রাজনীতি করবেন তা হতে পারেনা। যুদ্ধাপরাধীদের রক্ষা করতে জামাতের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে খালেদা জিয়ার এ হরতাল আয়োজন বাংলার মানুষের কাছে আজ অজানা নয়। জনগণ বেগম জিয়ার ছল-চাতুরী জানে বলেই গণবিরোধী এ হরতাল সবাই প্রত্যাখ্যান করেছে।
গতকাল সোমবার জেলা ও মহানগর আওয়ামী লীগ কর্তৃক বিএনপি-জামায়াতের ডাকা হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে জহির সুফিয়ান এ কথাগুলো বলেন।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, জাতীয় পরিষদ সদস্য আনম শফিকুল হক, এডভোকেট নিজাম উদ্দিন, বিজিত চৌধুরী, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট নাসির উদ্দিন খান।
বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মাশুক উদ্দিন আহমদ, এডভোকেট রাজ উদ্দিন, মুক্তিযুদ্ধা আব্দুল খালিক, এজাজুল হক এজাজ, এডভোকেট শাহ মোশাহিদ আলী, শফিউল আলম নাদেল, মোহাম্মদ আলী দুলাল, এডভোকেট মইনুল ইসলাম, এডভোকেট এম এ মালেক, এডভোকেট খোকন কুমার দত্ত, জগদীশ দাস, তপন মিত্র, এডভোকেট শেখ মকলু মিয়া, ফাহিম আনোয়ার চৌধুরী, সাইফুল আলম রুহেল, এডভোকেট শামসুল ইসলাম, হাজী রইছ আলী, এডভোকেট মাহফুজুর রহমান, আব্দুর রহমান জামিল, সৈয়দ এপতার হোসেন পিয়ার, শাহানারা বেগম, আজহার উদ্দিন জাহাঙ্গীর, এডভোকেট রনজিত সরকার, দিবাকর ধর রাম, জুবের খান, এমাদ উদ্দিন মানিক, ডা. আরমান আহমদ শিপলু, জগলু চৌধুরী, মস্তাক আহমদ পলাশ, অধ্যক্ষ শামসুল ইসলাম, এডভোকেট বেলাল উদ্দিন, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, এআর সেলিম, রুবি ফাতেমা ইসলাম, এডভোকেট আজমল আলী, আব্দুস সোবহান, জাফর আহমদ চৌধুরী, সায়ফুল আলম, এডভোকেট আফছর আহমদ, শাহ নিজাম উদ্দিন, আব্দুর রহমান, শামীম রশীদ চৌধুরী, শামীম আহমদ, খন্দকার মহসীন কামরান, সুদীপ দে, মুশফিক জায়গীরদার, আব্দুল মুহিত চৌধুরী, মঞ্জুর আহমদ, জুনু মিয়া, আব্দুল হক, মাছুম আহমদ, ফারুক আহমদ, আব্দুল বারী, নজরুল ইসলাম, জাহিদ সারওয়ার সবুজ, আব্দুল মতিন, আসাদ উদ্দিন, সেলিম উদ্দিন, শেখ মো. আজাদ, শামীম ইকবাল, কয়েছ উদ্দিন, রমিজ উদ্দিন, হিমাংশু রঞ্জন দাস, তপন পাল, মুহিব উস সালাম রিজভী, জালাল উদ্দিন কয়েছ, ফারুক আহমদ, আব্দুর রকিব বাবলু, পিযুষ কান্তি দে, মনিরুজ্জামান সেলিম, সৈয়দ বেলাল, সেলিম আহমদ সেলিম, আব্দুল লতিফ রিপন, বাবলা চৌধুরী, শামসুল ইসলাম মিলন, জয়দ্বীপ পাল, গোলাম কিবরিয়া মাশুক, বিধান পাল, লিটন পাল, আনিসুর রহমান তিতাস, রাহাত তরফদার, এমরুল হাসান, হিরন মাহমুদ নিপু, ফরহাদ হোসেন খান প্রমুখ।
স্বেচ্ছাসেবক লীগ, সিলেট জেলা ও মহানগর ঃ সোমবার সকালে বিএনপি জামাতের ডাকা হরতালের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন লীগ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট শেখ মো. মখলু মিয়া।
জেলা শাখার সাধারন সম্পাদক এডভোকেট ফখরুল ইসলামের সভাপতিত্বে ও মহানগর সাধারন সম্পাদক এডভোকেট বেলাল উদ্দিন পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হিমাংশু রঞ্জন দাশ, তপন চন্দ্র পাল, মুহিব উস সালাম রিজভী, জালাল উদ্দিন আহমদ কয়েছ, এনায়েতুল বারী মোর্শেদ, লুৎপুর রহমান কলি, গোলাম কিবরিয়া মাসুক, মোহাম্মদ বাদশা গাজী, মো. জাহাঙ্গীর আলম, শাহ মোহন আলী , শাহনেওয়াজ, হোসাইন মোহাম্মদ রাজন, আতিকুল আম্বিয়া আতিক, মাসুম আহমদ, সেলিম আহমদ, সুজন তালুকদার, বুরহান উদ্দিন শিপলু, আবু সুফিয়ান প্রমুখ। পরে এক বিক্ষোভ মিছিল কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
সিলেট মহানগর শ্রমিক লীগ ঃ সিলেট নগরীতে ১৮ দলের ৬০ ঘন্টা ডাকা হরতালের প্রতিবাদে মিছিল সমাবেশ করেছে শ্রমিক লীগ।
গতকাল সোমবার দুপুরে নগরী কোর্ট পয়েন্টে থেকে একটি মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পুনরায় কোর্ট পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি জাফর আহমেদ চৌধুরী। বক্তব্য রাখেন রামেন্দ্র বাবু, বেলাল আহমদ ফয়ছল, মোতালিব মিয়া, আব্দুর রাজ্জাক, আবু তাহের, বোরহান উদ্দিন ভান্ডারী, আরাফাত, শাহ আলম ভূঁইয়া, নুরুল ইসলাম, আলী আহমদ, রবিউল মিয়া, আকবর মিয়া, মোহাম্মদ অলুর চৌধুরী, আব্দুর রহমান, নরুল আমিন, জাকারিয়া আহমদ টিপু, খন্দকার ফায়েকুজ্জামান মাস্টার, শাহ আলম, আতিকুর রহমান, আজগর খান, বদরুল ইসলাম, সগীর উদ্দিন, মো. শাহিদ হোসেন, এম এ নুর চৌধুরী, ফরিদ আহমদ, হাবিবুর রহমান, শাহজাহান, সাহাব উদ্দিন আহমদ শাবু, নুরুল ইসলাম, কবির হোসেন প্রমুখ।
পরে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিলে তারা যোগ দেন।
বিশ্বনাথ ঃ বিশ্বনাথ (সিলেট) থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, বিশ্বনাথে প্রতিবাদ মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জবেদুর রহমান, প্রচার সম্পাদক নিখিল পাল, আইন সম্পাদক শফিকউদ্দিন স্বপন, দপ্তর সম্পাদক সাজিদ আলী, বন সম্পাদক রুনু কান্ত দে, শিক্ষা সম্পাদক জয়ন্ত আচার্য্য, আওয়ামী লীগের নেতা মানিক মিয়া, ময়না মিয়া, দিলোয়ার হোসেন রুপন, আব্দুল মোমিন, আকবর আলী মিলন মেম্বার, আব্দুল মতিন, মাহমদ আলী, সুলতান আহমদ, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, প্রভাত বৈদ্য, কৃষকলীগ নেতা কাছা মিয়া মেম্বার, বদরুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের প্রচার সম্পাদক হারান দে, শ্রমিকলীগ নেতা হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আশিক আলী, যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, আব্দুর রুপ, রফিক হাসান, আব্দুল আজিজ সুমন, রফিক মিয়া, তাজুল ইসলাম, ফজর আলী, হাবিবুর রহমান মিনু, সঞ্জিত আচার্য্য, নন্দ লাল বৈদ্য, ইউসুফ আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ বদরুল আলম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম, মুহিবুর রহমান সুইট, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল, ছাত্রলীগ নেতা গিয়াসুর রহমান, আরব আলী, আব্দুল মুকিত সুমন, সায়হাম শিকদার, শাহ সাইদুল ইসলাম, সাদেক আলী, শামীম আহমদ প্রমুখ।
সুনামগঞ্জ ঃ আমাদের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জানান, ১৮ দলের ডাকা হরতালের দ্বিতীয় দিন গতকাল সোমবার সুনামগঞ্জে পৃথক পৃথক হরতাল বিরোধী মিছিল সমাবেশ করেছে আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগ।
দুপুর ১২টায় রমিজ বিপণীস্থ দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন হরতাল বিরোধী মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আপ্তাব উদ্দিন আহমদ, অ্যাডভোকেট সুরেশ দাস, এডভোকেট রইছ উদ্দিন, এডভোকেট আলী আমজাদ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম, জেলা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সবাপতি রমা দাস, সাধারণ সম্পামদক জুবের আহমদ অপু প্রমুখ।
পরে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ বিকাল ৫ টায় উকিলপাড়া থেকে হরতাল বিরোধী অপর একটি মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে সমাবেশ করে।
বিকাল সাড়ে ৫টায় উকিলপাড়া থেকে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ হরতাল বিরোধী আরেকটি মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল, সহ-সভাপতি শেখ আখতার হেসেন, সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, যুগ্ম-সম্পাদক রাসেল মিয়া, বকুল কুমার দাস প্রমুখ।
ধর্মপাশা ঃ ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা ঃ হরতালের নামে নৈরাজ্যের প্রতিবাদে গতকাল সোমবার ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভার আয়োজন করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আব্দুল হাই তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম আহম্মদ বিলকিস, উপজেলা যুবলীগ আহবায়ক জুবায়ের পাশা হিমু, ছাত্রলীগ নেতা মোহিত লাল তালুকদার মুন প্রমুখ।
নবীগঞ্জ ঃ ইনাতগঞ্জ (নবীগঞ্জ, হবিগঞ্জ) থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি জামায়াতের হরতাল নৈরাজ্যের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শিরিষতলায় এক সমাবেশের আয়োজন করে।
ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. জমরু মিয়ার সভাপতিত্বে ও মো. লুৎফুর রহমান ও শেখ লাক তালুকদারের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলার বরইউরি আওয়ামী লীগের সভাপতি ফরিদ আহমদ, সহ-সভাপতি এয়াওর মিয়া, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কাজী কাজল মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল সরদার, মিরাজ আলী, সেকুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য আজিজুল হক চৌধুরী, ফজলুল হক চৌধুরী, সিরাজ মিয়া, সামাদুল হক চৌধুরী, এখন মিয়া, নজরুল ইসলাম সপু, আব্দুর রব চৌধুরী, আসাদ চৌধুরী, সুমন চৌধুরী, সাদিকুর রহামন, ছাত্রনেতা সোহাগ, জসিম, জুনেদ, মোফাজ্ঝল, হাফিজুর, সাইদুর, আইয়ুব আলী, উমর আলী, মো. কামাল মিয়া, ইমদাদুল হক সুজন, নুর ইসলাম, হেলাল মিয়া, আব্দুল মছব্বির, আব্দুল হালিম, জিয়া উদ্দিন, সিব্বির আহমেদ, জুয়েল আহমদ প্রমুখ।
এদিকে, বিএনপি ও জামায়াতের হরতাল নৈরাজ্যর প্রতিবাদে ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দিতে গত দু’দিন ধরে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করছে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে আউশকান্দি (হীরাগঞ্জ) বাজারস্থ যাত্রী ছাউনীর সামনে বিশাল সমাবেশ করেন নেতাকর্মীরা। ইউপি আওয়ামীলীগের সহ সভাপতি বদরুল ইসলাম বকুলের সভাপতিত্বে ও দিলশাদ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা মাসুক মেম্বার, আব্দুল জলিল, মুক্তার হোসেন, মলিক মিয়া, ইউপি যুবলীগের আহবায়ক আব্দুল হামিদ নিকছন, যুগ্ন আহবায়ক নুরুল হক, সাবেক ইউপি যুবলীগ সাবেক সহ সভাপতি ফজলুল করিম মিছবাহ ও সাবেক সাধারন সম্পাদক খালেদ আহমদ জজ, যুবলীগ নেতা মাসুদ চৌধুরী, গৌছ মিয়া, প্রবাসী আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা এম মুজিবুর রহমান, যুবলীগ নেতা এম এ মুকিত, কন্ঠ শিল্পী খালেদ, ইউপি কৃষকলীগ আহবায়ক জাহান চৌধুরী, যুগ্ন আহবায়ক আব্দুর নুর, ডা. নিজামুল হক, কুর্শী ইউপি ছাত্রলীগের সাধারন সম্পাদক তুহিন আহমদ চৌধুরী, আউশকান্দি ইউপি ছাত্রলীগের যুগ্ন আহবায়ক এমএ ছবুর, ছাত্রলীগ নেতা আল আমিন, ছাত্রলীগ নেতা তোফায়েল আহমদ।
No comments:
Post a Comment