বর্নাঢ্য আয়োজনে মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেলো লন্ডন টাইগার্সের বার্ষিক এওয়ার্ড-২০১৩। পূর্ব লন্ডনের ওয়াটারলিলি হলে অনুষ্ঠিত এই ঝাকঁজমকপূর্ন অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন বরা কাউন্সিলের মেয়র, কাউন্সিলার, কমিউনিটি লিডার, সেলিব্রেটি খেলোয়ার, সাংবাদিক ও সুধিজন। সারা বছর খেলাধুলার বিভিন্ন ইভেন্টে যারা সাফল্যের স্বাক্ষর রেখেছিলেন তাদের হাতে মোট ৮টি ক্যাটাগরিতে এওয়ার্ড তুলে দেওয়া হয়। প্রায় অর্ধশতাধিক খেলোয়ার, কোচ, কর্মকর্তা ও ভলান্টিয়ারদের হাতে সাফল্যের স্মারক তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
বিলেতে বাংলাদেশী কমিউনিটির সবচেয়ে বড়ো ক্রিড়া সংগঠন লন্ডন টাইগার্সের এটি ২৭তম এওয়ার্ড অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লন্ডন টাইগার্সের চীফ এক্সিকিউটিভ অফিসার মেসবাহ আহমদ। স্বাগত বক্তব্যে তিনি বলেন, লন্ডন টাইগার্স সমাজের তরুন ও যুবকদের নিয়ে কল্যানমুখি কাজ করে যাচেছ। শুধু খেলাধুলা নয় আমরা তরুনদের ক্যারিয়ার গঠন এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছি।
বাংলাদেশী কমিউনিটি ছাড়াও এওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন সোমালী, ইন্ডিয়ান, পাকিস্তানী , ব্রাজিলিয়ান, লিথুনিয়ানসহ বিভিন্ন কমিউনিটির খেলোয়ার ও সুধিজনরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিশেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, হাউজ অব লর্ডস সদস্য ব্যারোনেস পলা উদ্দিন, রেডব্রিজ কাউন্সিলের লিডার কিথ প্রিন্স, ওয়েস্ট মিনিস্টার কাউন্সিলের লিডার ব্যারি টেলর, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র ওহিদ আহমদ, ক্যাবিনেট মেম্বার কাউন্সিলার ওলিউর রহমান, ক্যামডেন কাউন্সিলের সাবেক লিডার কাউন্সিলার নাছিম আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার কাউন্সিলার রফিক উদ্দিন আহমদ, কাউন্সিলার ইমরান আহমদ ও ¯িপকার কাউন্সিলার লেসলি পাবিট। লন্ডন টাইগার্সের কমিউনিটিস এন্ড অপরচুনিটিস ম্যানেজার সুলতানা বেগম ও বিবিসি এশিয়ান নেটওয়ার্কের প্রেজেন্টার নাদিয়া আলীর যৌথ পরিচালনায় এতে অনান্যদের মধ্যে বক্তব্য উপস্থিত ছিলেন, লন্ডন টাইগার্স ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট আজিজুর রহমান, কিক বক্সার রোকসানা বেগম, এটিএন বাংলা ই্উকে‘র সিইও হাফিজ আলম বক্স, এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন, চ্যানেল নাইন ইউকের প্রতিনিধি নাহিদা রহমান, ব্রিটিশ বাংলাদে চেম্বার অব কমার্সের ডাইরেক্টর ও এক্সেলসিয়র সিলেট এর ব্যবস্থাপনা পরিচালক সাঈদ চৌধুরী, বিট্রিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডাইরেক্টর ও জেএমজি‘র সত্ত¡াধিকারী মনির আহমদ, হিলসাইড ট্রেভেলস এর সত্তাধিকারী হেলাল খান, হ্যামলেটস ট্রেনিং সেন্টারের পরিচালক জামাল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে টাইগার্স অব দ্যা ইয়ার এওয়ার্ড লাভ করেন ফুটবলার নুরুল হক, ইয়াং পার্সন অব দ্যা ইয়ার লাভ করেন আখতুরুর রহমান। ¯েপশাল রিকগনিশেন এওয়ার্ড লাভ করেন লন্ডন টাইগার্সের ফাইনান্স ম্যানেজার ইব্রাহিম আনসার, লোটন ক্লাবের প্রতিনিধি পলি রহমান ও তারিক আলী খান। ভলান্টিয়ার অব দ্যা ইয়ার প্রদান করা হয় ক্রিকেট কোচ তাজমুল আহমদকে।
এছাড়াও অনুষ্ঠানে ক্রিকেট, ফুটবল, বেডমিন্টন, বলিবল , কোচ এন্ড ভলান্টিয়ার, হেলথ প্রজেক্ট এওয়ার্ড প্রদান করা হয়। পাশপাশি লন্ডন টাইগার্সের টাওয়ার হ্যামলেটস, ইলিং, ক্যামডেন, ওয়েস্টমিনিস্টার, রেডব্রিজ শাখার খেলোয়ারদের বিভিন্ন ক্যাটাগরিতে এওয়ার্ড প্রাদন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র লুৎফুর রহমান বলেন, লন্ডন টাইগার্স একটি সফল ক্রিড়া সংগঠন। এই সংগঠনটি তাদের কাজের মাধ্যমে সফলতার প্রমান রেখেছে। কমিউনিটির সত্যিকার কল্যানে কাজ করে যাচেছ লন্ডন টাইগার্স। তিনি এই সংগঠনের সকল ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
২৭তম বার্ষিক এওয়ার্ড অনুষ্ঠানে সুধিজনদের অভিমত – কমিউনিটির সত্যিকার কল্যানে কাজ করছে লন্ডন টাইগার্স
Wednesday, October 30, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment