আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ সারাদেশে ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টার হরতাল মৌলভীবাজারে শান্তিপূর্ন ভাবে অতিবাহিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় পশ্চিমবাজার এলাকায় টায়ার জ্বালিয়ে মানুষের মধ্যে আতংক সৃষ্টিসহ শহরের সমশের নগর সড়কে জামায়াত শিবির ও বিএনপি নেতা মতিন বক্স, সাদিকুর রহমান ছাদিক, মাহমুদুর রহমান ও রিপনের নেতৃত্বে, চাদঁনীঘাট বিএনপি নেতা আনছার মিয়া, যুবদল নেতা মুজিবুর রহমান মজনু ও মোবারকের নেতৃত্বে, কলেজ গেইটে জামায়াত শিবিরের নেতসহ বিএনপি নেতা ইফসুফ আলী, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, ছাত্রদল নেতা আলী ছবদর বাবরের নেতৃত্বে ও শ্রীমঙ্গল সড়কে এডভোকেট আনোয়ার হোসেন শিবলী ও জাময়াত শিবিরসহ ১৮ দলীয় জোট নেতা-কর্মীরা রাস্তায় ইট- চেয়ার-টেবিল নিয়ে বসে ব্যারিকেট দিয়ে পিকেটিং করে এবং সরকার বিরোধী শ্লোগান দেয়। সাড়ে ৯টায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বড়হাট ও যুগীডর এলাকায় খন্ড খন্ড ঝটিকা মিছিল করে জামাত-শিবির, বিএনপি নেতা
ফখরুল ইসলাম, যুবদল ও ছাত্রদল কর্মীরা। ভৈরববাজার এলাকায় বরুনার বিএনপি নেতা নুরে আলমের নেতাকর্মীরা গাছ ফেলে রাস্তা বন্ধ করে রাখে সকাল ১০ টায়।রাজনগরের ফতেপুর ইউনিয়নের মোকামবাজার ও খেয়াঘাট বাজারে পিকেঠাররা ভোর ৭ টা থেকে যুবদল সভাপতি হাজী আমির আলী মেম্বারের নেতৃত্বে রাস্তায় পিকেঠিং শুরু করে। ছোট ছোট যানবাহন সহ দুরপাল্লার সকল ধরনের যান চলাচল বন্ধ ছিলো। হরতালে স্কুল, কলেজ ও অনেক বানিজ্যিক প্রতিষ্ঠান খোলা থাকলেও উপস্থিতি কম ছিল। তবে আদালতের কার্যক্রম ছিল বন্ধ। হরতালের কারনে দুর্ভোগে পড়েন সাধারন কর্মজীবি মানুষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও জেলার সকল উপজেলায় শান্তিপূর্নভাবে হরতাল পালিত হওয়ার খবর পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বেলা সাড়ে তিনটায় জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া
যায়নি।
মৌলভীবাজারে প্রথমদিনের হরতাল শান্তিপুর্ণ ভাবে পালিত
Sunday, October 27, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment