তাহিরপুর সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ৩ বাংলাদেশী ৮মাস পর মুক্ত

Sunday, October 27, 2013

কামাল হোসেন,তাহিরপুর(সুনামগঞ্জ)

সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্ত থেকে বিএসএফ ৩ বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে যাওয়ার ৮মাস পর তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। বাংলাদেশী নাগরিকরা হলেন-জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে মতি মিয়া (৪০),আতাউর মিয়া (২৫) ও একই গ্রামের রুসমত আলীর ছেলে সিদ্দু মিয়া (৪৫)। গতকাল রোববার সকাল ৮টায় তামাবিল সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত দেয়া হয়। খোঁজ নিয়ে জানাযায়,বিজিবি সোর্স পরিচয়ধারী দুধের আউটা গ্রামের জিয়াউর রহমান জিয়া ও লাকমা গ্রামের শহীদ মিয়া বিজিবি ক্যাম্পের নামে মোটা অংকের চাঁদা নিয়ে মাছ,শাক-সবজি,ভৈজ্য তেল ও মোবাইল কার্ড,সীমসহ বিভিন্ন মালামাল পাচারের জন্য,বড়ছড়া-চানপুর সীমান্তের রজনী লাইন এলাকা দিয়ে গত ৮মাস আগে ওই ৩ বাংলাদেশীকে ভারতে পাঠানোর পর বিএসএফ তাদেরকে আটক করে জেলহাজতে প্রেরণ করে। চানপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার গোলাম সারোয়ার ৩ বাংলাদেশীর নাগরিক ফেরত আসার বিষয়টি নিশ্চিত করেছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License