সিলেটে চলছে শান্তিপূর্ণ হরতাল ॥ কড়া নিরাপত্তা ॥ আওয়ামী লীগের মিছিল
নিজস্ব প্রতিবেদক : নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রবিবার ২৭ অক্টোবর সকাল ৬টা থেকে ১৮ দলের ডাকা হরতাল সিলেটে শান্তিপূর্ণভাবে চলছে।
মহানগরীতে হরতালের কারণে ভারি যানবাহন না চললেও ব্যাপকহারে রিক্সা চলাচল করছে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সহিংসতা এড়াতে মহানগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে সর্তক অবস্থায় রাখা হয়েছে।
সকাল ৯টার দিকে মহানগরীর জিন্দাবাজার ও বন্দরবাজার এলাকায় বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল মিছিল বের করে।
এদিকে ১৮ দলীয় জোটের ডাকা হরতালের প্রতিবাদ জানিয়ে মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। রবিবার দুপুরে মহানগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে সুরমা পয়েন্ট ঘুরে আবার কোর্ট পয়েন্টে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
No comments:
Post a Comment