কোম্পানীগঞ্জে খাস জমি দখল নিয়ে দুই পক্ষে সংঘর্ষে আহত অর্ধশত

Wednesday, October 30, 2013

কোম্পানীগঞ্জ সংবাদদাতাঃ কোম্পানীগঞ্জ উপজেলায় খাস জমি দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষে প্রায় অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষের কারণে সিলেট-ভোলাগঞ্জ সড়কে তিন ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। বুধবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের কাটাখাল এলাকায় বর্ণি গ্রামবাসীর সাথে সাবেক ইউপি সদস্য আবদুল খালিক ও উপজেলা যুবদলের সভাপতি আলী আকবরের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট-ভোলাগঞ্জ সড়কের পাশে দক্ষিণ রণিখাই ইউনিয়নের কাটাখাল নামক স্থানের বেশ কিছু খাস জমি বর্ণি গ্রামের লোকজন ভোগ দখল করে আসছিলেন। গত ৫-৬ বছর ধরে গ্রামবাসীকে সরিয়ে দিয়ে ওই জায়গাটি পাথর মজুদের জন্য ব্যবসায়ীদের ভাড়া দিয়ে আসছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল সভাপতি আলী আকবর ও সাবেক ইউপি সদস্য আবদুল খালিকের নেতৃত্বে একদল প্রভাবশালী।

বুধবার সকাল ৭টায় খাস জায়গাটি দখলে যান বর্ণি গ্রামের সহস্রাধিক লোক। এসময় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তারা কাটাখাল এলাকায় সিলেট-ভোলাগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সকাল ৯টার দিকে যুবদল নেতা আলী আকবর ও সাবেক ইউপি সদস্য আবদুল খালিকের নেতৃত্বে পাঁচ শতাধিক লোক সেখানে গেলে সংঘর্ষ বাধে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। পরে কোম্পানীগঞ্জ থানার এসআই মোখলেছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের কয়েকজন হলেন- বর্ণি গ্রামের সমসুল (৪৫), ময়না মিয়া (৪৪), আনফর আলী (৭০), সানুর মিয়া (২৬), জিয়া উদ্দিন (২২), গোলাম মিয়া (৭০), ফারুক আহমদ (৩৫), জয়নাল (২৬), উকুল আলী (২০), মনফর মিয়া (৩২), আলী হোসেন (৪০)।- আহতদের কয়েক জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের নাম জানা যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ওসি সালেহ উদ্দিন আহমদ জানান, খাস জায়গা দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License