সিলেটে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল-সমাবেশ

Sunday, October 27, 2013



ligখলিলুর রহমান:

সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন হরতাল বিরোধী মিছিল-সমাবেশ করেছে। রবিবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত নগরীর কোর্ট পয়েন্ট ছিল সরকার দলীয় নেতাকর্মীদের দখলে। তারা দফায় দফায় মিছিল-সমাবেশ করে কোর্ট পয়েন্ট এলাকা সরগরম করে রাখে। পৃথক সমাবেশে আওযামী লীগ ও অঙ্গ সঙগঠনগুলোর নেতারা বলেছেন, খালেদা জিয়া আলোচনার আহ্বান জানিয়ে শেষ পর্যন্ত তা প্রত্যাখান করে হরতাল বহাল রেখেছেন। তিনি কার স্বার্থে হরতাল করছেন তা দেশের মানুষ ভালো করে জানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে ফোন করে আলোচনার প্রস্তাব দিয়ে মহানুভবতা দেখিয়েছেন। যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। কিন্তু খালেদা জিয়া গণতন্ত্রে বিশ্বাসী নয় বলেই আলোচনায় না বসে হরতালের নামে সহিংসতা করছেন। তিনি নির্বাচন বানচাল করে গণতন্ত্র হুমকির মুখে ফেলার চেষ্টা করছেন। কিন্তু তার এই হীন ষড়যন্ত্র কখনোই সফল হবে না।

সকাল ১১টায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের নেতৃত্বে কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের করা হয়। মিছিলটি জিন্দাবাজার পয়েন্ট ঘুরে পুণরায় কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।

দুপুর ১২টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কোর্ট পয়েন্ট থেকে পুণরায় মিছিল বের করা হয়। মিছিলটি সুরমা পয়েন্ট ঘুরে ফের কোর্ট পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তৃতা করেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

আওয়ামী লীগের সমাবেশের পর দুপুর ১২টায় কোর্ট পয়েন্টে শুরু হয় যুবলীগের সমাবেশ। কেন্দ্রীয় সভাপতি ওমর ফারুকের অফিসে হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। এছাড়া যুবলীগ নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর সভাপতি সুদীপ দে, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, জেলার সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, সাবেক সিটি কাউন্সিলর আবদুর রকিব বাবলু প্রমুখ।

এছাড়া হরতালের প্রতিবাদে নগরীতে কোর্ট পয়েন্টে মিছিল-সমাবেশ করে জেলা ও মহানগর ছাত্রলীগ। এতে নেতৃত্ব দেন মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার, সাধারণ সম্পাদক এমরুল হাসান, জেলার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপু প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License