জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি মকসুদ হোসেন ১৮ দলীয় জোটের ডাকে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবীতে ৬০ ঘন্টার হরতাল কর্মসূচি সর্বাত্মক সফল করে তোলার আহবান জানিয়ে বলেন, মহাজোট সরকারই সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের ফরমূলা বাতিল করেছে। অথচ এরাই এখন সংবিধান সংবিধান বলে চিৎকার করে। দেশবাসী হুশিয়ার। নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে মহাজোট সরকার মূলত ষড়যন্ত্র ও ধাপ্পাবাজী করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিগত সংবিধান প্রণীত তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নাই। জাতী শুধু নির্বাচন চায় না, পাশাপাশি গণতন্ত্রকে টেকসই দেখতে চায়। সৎ এবং যোগ্য লোকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ চায়। দুর্নীতিবাজদের নির্বাচনে অযোগ্য ঘোষণা দেখতে চায়। তাই প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। তিনি চলমান গণআন্দোলনে শাসক গোষ্ঠীর পেটুয়া বাহিনী দ্বারা নিহত শাহাদাত বরণকারীদের ১ নম্বর শহীদের দরজা কামনা করে বলেন এরা আমাদের স্বাধীনতা রক্ষার সংগ্রামে সৈনিক। তিনি বলেন দিল্লীর দালাল ও লেন্দুপ দর্জির শাসন জাতি আর দেখতে চায়। চলমান সংকট উত্তরণের লক্ষ্যে কূটকৌশল নয় শেখ হাসিনার পদত্যাগের ঘোষণাই বর্তমান সংকটের একমাত্র সমাধান।
৬০ ঘন্টা হরতালের সমর্থনে জাগপা সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে বন্দরবাজার পয়েন্টে গণমিছিল পূর্ব গণসমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। নগর যুগ্ম আহবায়ক ও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আফছারুজ্জামান আফছারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জাগপার সিনিয়র সহ-সভাপতি শাহিদুর রহমান ঝুনু, সাধারণ সম্পাদক তারেক আহমদ বিলাস, সুনামগঞ্জ জেলা জাগপার সমন্বয়কারী আমিনুল ইসলাম বকুল, নগর আহবায়ক আব্দুল মুতাওয়াল্লী ফলিক, জেলা সহ-সভাপতি পিয়ার হোসেন, জেলা অর্থ সম্পাদক রেজুওয়ান করিম রেজওয়ান, নগর জাগপা নেতা আমিনুর রহমান লিটন, শাহজাহান আহমদ লিটন, সবুজ আহমদ, বিজয় চন্দ্রনাথ বিপ্লব, সিলেট জেলা সহ-দপ্তর সম্পাদক আব্দুস সোবহান, শাহজাহান আহমদ, কার্ত্তিক ঘোষ, দুলাল আহমদ, জহির আহমদ, নগর যুব জাগপা আহবায়ক আব্দুল মুহিত রফি, যুগ্ম আহবায়ক শেখ মুহাম্মদ দীপু, সদস্য সচিব হেলাল আহমদ হেলাল, ইমাম হোসেন, লিকন তালুকদার, জেলা জাগপা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি নাসির তালুকদার, সাধারণ সম্পাদক সোহেল আহমদ মুকুল চৌধুরী, জেলা জাগপা ছাত্রলীগ নেতা আব্দুল হালিম, সাইফুর রহমান বাচ্চু, শামীম আহমদ প্রমুখ। পরে এক বিরাট বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বন্দর বাজার পয়েন্টে গিয়ে অবস্থান নেয়। বিজ্ঞপ্তি
কূটকৌশল নয় পদত্যাগের ঘোষণাই সংকটের একমাত্র সমাধান -মকসুদ হোসেন
Sunday, October 27, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment