মেজরটিলায় জামাত-শিবিরের হামলায় প্রবাসী যুবলীগ নেতা গুরুতর আহত
নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর উপকণ্ঠে মেজরটিলা এলাকায় জামাত-শিবির ক্যাডারদের হামলায় প্রবাসী যুবলীগ নেতা গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার ১৭ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে মেজরটিলা বাজারে ওয়ান ব্যাংক শাখার নীচে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের উপর হামলা চালায় ৩টি মোটর সাইকেলে আসা ৬ জন দুর্বৃত্ত। এসময় জাহাঙ্গীর আলম দৌঁড়ে পাশের একটি দোকানে ঢুকে পড়েন। তখন তাকে না পেয়ে সশস্ত্র হামলাকারীরা জাহাঙ্গীর আলমের যুক্তরাজ্য প্রবাসী বন্ধু যুবলীগ নেতা কাবলু হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
কাবলু হোসেন বর্তমানে ওসমানী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এলাকার যুবলীগ নেতারা এ হামলা জন্যে জামাত-শিবিরকে দায়ী করেছেন।
No comments:
Post a Comment