আমাদের সিলেট ডটকমঃ
আবার ক্ষমতায় এলে বড়লেখাসহ দেশের সব উপজেলায় একটি করে সরকারী কলেজ ও একটি করে সরকারী হাইস্কুল স্থাপনের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ৫৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই এদেশের চা শ্রমিকদের নাগরিকত্ব দিয়েছিলেন। বর্তমান আওয়ামী লীগ সরকার চা শ্রমিকদের মজুরী নির্ধারণ করে দিয়েছি। আগামীতে পুণরায় আওয়ামী লীগ ক্ষমতায় এলে চা শ্রমিকদের শিশু সন্তানদের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করবে। প্রধানমন্ত্রী আগামীতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালুরও আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী বলেন, বড়লেখার আগর আতর শিল্পের বিকাশের লক্ষ্যে আমরা এখানে গ্যাস সরবরাহ করতে চেয়েছিলাম। কিন্তু বড়লেখার বিএনপি সমর্থিত মেয়র মামলা করে তা বন্ধ করে দিয়েছেন। বিএনপি‘র মেয়র মামলা প্রত্যাহার করলে আমরা বড়লেখায় গ্যাস সরবরাহ করবো।
প্রধানমন্ত্রী আজ বিকেলে বড়লেখা ডিগ্রী কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান মন্ত্রী বিরোধী দলের সমালোচনা করে বলেন, দেশের মানুষ উন্নত জীবন পাক বিএনপি তা চায় না। তারা ৰমতায় আসে আঙ্গুল ফুলে কলাগাছ হতে। আর আমরা কাজ করি মানুষের জন্য। তিনি বলেন, দেশের মানুষের শিৰা ও স্বাস্থ্য সেবার উন্নয়নে গত ৫ বছরে আমরা যে কাজ করেছি, অতীতের কোন সরকারই তা করেনি। আমরা দেশের ২৬ হাজার প্রাইমারী স্কুলকে সরকারী করেছি। দেশের ১০০ শয্যার হাসপাতালগুলোকে আড়াই শ‘ ও তিন শ‘ শয্যায় উন্নীত করেছি।
এর আগে বেলা দেড়টায় হেলিকপ্টার যোগে বড়লেখায় পৌছে ৫০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বড়লেখা ডিগ্রী কলেজ মাঠের জনসভায় সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য সাহাব উদ্দিন। জনসভায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত,আওয়ামী লীগ নেতা আমীর হোসেন আমু, দফতর বিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ,সংসদের চীফ হুইপ উপাধ্যৰ আব্দুস শহীদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানসহ জেলা আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।
বড়লেখায় জনসভায় প্রধান মন্ত্রী – আবার ক্ষমতায় এলে বড়লেখাসহ দেশের সব উপজেলায় একটি সরকারী কলেজ ও একটি সরকারী হাই স্কুল স্থাপনের আশ্বাস
Saturday, November 9, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment