আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচারের হুমকি

Friday, November 8, 2013

নিউইয়র্ক সংবাদদাতাঃ যুক্তরাষ্ট বিএনপির একাংশের উদ্যোগে জাতীয় বিল্পব ও সংহতি দিবসের সমাবেশের বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও আন্তর্জাতিক গণআদালত বসানোর হুমকি দেন। বক্তারা অভিযোগ করেন, ‘বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ড. ইউনূসসহ বাংলাদেশের সম্মানিত মানুষদের অসম্মান করা হচ্ছে। এর বিচারের মুখোমুখিও হাসিনাকে হতে হবে। তা না হলে জাতি আমাদের ক্ষমা করবেনা।’


নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনর্বহালের দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ করেন বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতা-কর্মীরা। ছবি-এনা

নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনর্বহালের দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ করেন বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতা-কর্মীরা। ছবি-এনা



গত ৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় শুক্রবার সকাল) জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে বিএনপি নেতা বেলাল মাহমুদের সভাপতিত্বে এবং খালেক আকন্দের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি উপস্থিত ছিলেন লং আইল্যান্ড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ড. শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ ডা: শেলী, উত্তর আমেরিকাস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি ও বিএনপি নেতা কাজী আযম, বিএনপি নেতা জসিম ভুঁইয়া, এডভোকেট মিল্লাত, মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, গোলাম ফারুক শাহীন, সেলিম রেজা, আবু সুফিয়ান, ফারুক মন্ডল, হুমায়ুন কবির প্রমুখ।

বক্তারা বিরোধী দলীয় নেতা-কর্মীদের উপর নির্যাতন বন্ধের দাবি জানান।

পঁচাত্তরের ৭ নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব প্রসঙ্গে তারা বলেন, একদলীয় শাসনের কবল থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি প্রদানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরত্বপূর্ণ ভূমিকা বাঙালি জাতি সারা জীবন মনে রাখবে। তিনি দেশের মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছেন। গনতন্ত্র ফিরে পেয়েছিল বাংলাদেশের মানুষ। তারই পথ ধরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কাজ করে যাচ্ছেন। বক্তারা অভিযোগ করেন, জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য তারেক রহমানসহ বিরোধী নেতা কর্মীদের উপর হামলা মামলা নির্যাতন চালানো হচ্ছে। পেশীশক্তি দিয়ে একক নির্বাচন করতে চাইছেন। বক্তারা অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জোর দাবি জানান।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License