৫ বছরে তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের অগ্রগতি আশা ব্যঞ্জক … সিলেটে সজীব ওয়াজেদ জয়

Saturday, November 9, 2013



Joyখলিলুর রহমান:

গত ৫ বছরে তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের অগ্রগতিকে আশা ব্যঞ্জক বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তনয় সজিব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, আওয়ামী লীগ এক টানা ২০ বছর রাষ্ট্র মতায় থাকলে বাংলাদেশ উন্নয়নের েেত্র থাইল্যান্ড ও মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে।

তিনি শুক্রবার সিলেটের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিার্থী ও শিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।

শুক্রবার বিকেলে নগরীর রোজভিউ হোটেলে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় গত ৫ বছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বাংলাদেশের অগ্রগতির নানা দিক তুলে ধরে জয় বলেন, এখন বিশ্বে মোবাইল ফোন ব্যবহারের দিক দিয়ে জনসংখ্যা অনুপাতে শীর্ষে আছে বাংলাদেশ। এদেশে মোবাইল ফোন সহজলভ্য করতে সবচেয়ে অগ্রণী ভূমিকা রেখেছে বাংলাদেশ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সরকার। আর মোবাইল ফোনের কল্যাণে তথ্য প্রযুক্তিতে সব মানুষের অবাধ প্রবেশাধিকার রচিত হয়েছে। এখন গ্রামের একজন সাধারণ কৃষকও ঘরে বসে ইন্টারনেটের কল্যাণে বিশ্বের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পারছে। তৃণমূল পর্যায়ে তথ্য প্রযুক্তি সেবা ছড়িয়ে দিতে ইউনিয়ন পরিষদ গুলোতেও ই তথ্য সেবা কেন্দ্র চালু হয়েছে। তিনি বলেন, তথ্য প্রযুক্তির এই সুফলকে কাজে লাগিয়ে তরুণ প্রজন্মকে বিশ্বমানের নাগরিক হয়ে গড়ে উঠতে হবে।

বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হওয়া এই মতবিনিময় সভায় আগে থেকে তালিকাভূক্ত বিশ্ববিদ্যালয় শিক ও শিার্থী ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কোন নেতাও এই মতবিনিময় সভায় প্রবেশাধিকার পাননি। তবে, সভায় অংশ নেয়া একধিক শিার্থীর সাথে আলাপ করে জানা গেছে, তরুণ প্রজন্মের উদ্দেশ্যে উদ্দীপনামূলক বক্তব্য রাখলেও প্রসঙ্গান্তরে দেশের বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়েও বক্তব্য রাখেন সজিব ওয়াজেদ জয়। তিনি তরুণ প্রজন্মের নানা প্রশ্নেরও উত্তর দেন।

এর আগে বিকেল ৩টায় সিলেট ওসমানী বিমান বন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তনয় সজিব ওয়াজেদ জয় ও শেখ রেহানা পুত্র রাদআন সিদ্দিকী ববি। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, নগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, নগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপিসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে বিমান বন্দরে স্বাগত জানান। সেখান থেকে মোটর শোভাযাত্রা সহকারে সিলেট নগরীতে নিয়ে আসা হয়। প্রথমে তারা হযরত শাহজালাল (রহ.) ও পরে হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেন। সজিব ওয়াজেদ জয়ের সিলেট আগমণ উপলে নগরীতে নেয়া হয় বাড়তি নিরাপত্তা। জয়ের ভ্রমণ পথের পুরোটাই রাস্তার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিকেল সাড়ে ৪টায় হোটেল রোজ ভিউয়ে মত বিনিময় সভায় যোগ দেন জয়।

সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে আগত ২শ’ কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক ও যুবকদের সাথে মতবিনিময় করেন সজিব ওয়াজেদ জয়।

রাত ৮টায় নগরীর রিকাবী বাজারস্থ কবি কাজী নজরুল অডিটোরিয়ামে জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License