আমাদের সিলেট ডটকম:
সিলেটে হরতালের সমর্থনে বের হওয়া বিএনপির মিছিল শেষে ফেরার পথে ককটেল বিস্ফোরণ ও গাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে।
আজ শনিবার সন্ধ্যার আগে নগরীর কোর্ট পয়েন্ট থেকে আম্বরখানা পয়েন্ট পর্যন্ত মিছিল করে বিএনপির জামান গ্রুপের কর্মীরা। বিএনপি নেতা আবুল কাহের শামীম, এডভোকেট সামছুজ্জামান জামান, মুক্তিযোদ্ধা দল নেতা আব্দুর রাজ্জাক, ছাত্রদল নেতা আব্দুল আহাদ খান জামাল, মতিউল বারি চৌধুরীসহ অন্যরা মিছিলে নেতৃত্ব দেন।মিছিলটি আম্বরখানায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল শেষে ফেরার পথে ছাত্রদল কর্মীরা আম্বরখানা থেকে চৌহাট্টা পয়েন্টে গাড়ীর গ্লাস ভাংচুর করে।
এদিকে ছাত্রদলের অন্য একটি মিছিল বের হয় নগরীর সিটি পয়েন্ট থেকে মিছিলটি শহীদ মিনারে যাবার পথে জিন্দাবাজার এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।এছাড়া সন্ধ্যার আগে নগরীর মীরবক্সটুলা, জেলরোড ও কাজিটুলা এলাকাতেও গাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে।
নগরীতে ব্যাপক গাড়ী ভাংচুরের পর জিন্দাবাজার এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। নগরীর সর্বত্র জনমনে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
সিলেটে হরতালের সমর্থনে মিছিল, গাড়ী ভাংচুর ককটেল বিস্ফোরণ
Saturday, November 9, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment