প্রধানমন্ত্রী আসছেন ॥ বড়লেখা জুড়ে এখন উৎসবের আমেজ ॥ প্রস্তুতি চূড়ান্ত

Friday, November 8, 2013

প্রধানমন্ত্রী আসছেন ॥ বড়লেখা জুড়ে এখন উৎসবের আমেজ ॥ প্রস্তুতি চূড়ান্ত


altবড়লেখা প্রতিনিধি : শনিবার ৯ অক্টোবর মৌলভীবাজারের বড়লেখায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। বঙ্গবন্ধুকন্যার আগমনকে উপলক্ষ করে উপজেলা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।


প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মৌলভীবাজার জেলা ও বড়লেখা উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বর্ণিল সাজে সাজানো হয়েছে বড়লেখাকে। আকর্ষণীয় ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে চারদিক। বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ। দলীয় নেতাকর্মীরা তার আগমনকে স্বাগত জানিয়ে প্রতিদিনই শহরে মিছিল-সমাবেশ করছেন। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থাও গড়ে তোলা হয়েছে।


প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের মতো বড়লেখা সফর করছেন। ওইদিন বেলা ২টায় বড়লেখা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য শাহাব উদ্দিন জানান, এজন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া জেলার ৭টি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License