মৌলভীবাজার: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, “বিএনপি গণতন্ত্রের ভাষা বুঝে না। যার কারণে তারা কথায় কথায় হরতাল দেয়; মানুষ পুড়িয়ে মারে।”
শনিবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। দুপুরে বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে প্রধানমন্ত্রী বড়লেখায় আসেন।
শেখ হাসিনা বলেন, “বিএনপি যখনই ক্ষমতায় আসে তখন বাংলাদেশের মানুষের জীবনে কেয়ামত এসে যায়।”
বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “বিএনপি ক্ষমতায় এসে লুটপাট করে। অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমেই বিএনপির যাত্রা শুরু হয়েছিল। তারা ষড়যন্ত্র করেই ক্ষমতায় আসে।”
প্রধানমন্ত্রী তার সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। তিনি ফের নৌকা মার্কায় ভোট চান।
বিএনপি গণতন্ত্রের ভাষা বুঝে না: প্রধানমন্ত্রী
Saturday, November 9, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment