নতুন বার্তা,ঢাকা: নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দুই দফায় টানা ১২০ ঘণ্টার হরতাল শেষে আবারো টানা ৭২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। রোববার ভোর ছয়টা থেকে বুধবার ভোর ছয়টা পর্যন্ত ৭২ ঘণ্টার এই হরতাল চলবে।
শুক্রবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এ হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে আন্দোলনের নতুন কর্মসূচি ঠিক করতে বৃহস্পতিবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া। বৈঠকে আগামী রোব, সোম ও মঙ্গলবার টানা হরতাল দেয়ার বিষয়টি নীতিগতভাবে সিদ্ধান্ত হয়।
প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর রাজধানীতে সমাবেশ থেকে নির্দলীয় সরকারের দাবিতে ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ৬০ ঘণ্টার হরতালের ঘোষণা দেন বিএনপি প্রধান খালেদা জিয়া। পরবর্তীতে গত শনিবার আবারো গত সোম থেকে বুধবার পর্যন্ত টানা ৬০ ঘণ্টার হরতাল আহ্বান করে ১৮ দল। দুইদফার এই হরতালে সারাদেশে ১৮ দলের ২২ জন নেতাকর্মী নিহত হয়।
No comments:
Post a Comment