মিসবাহ মনজুর; আজাদ দ্বীনি এদারা সিলেট বোর্ডের সভাপতি আল্লামা হোসাইন আহমদ বারকুটি এক বিবৃতিতে বলেন, যে জালেমসরকারের হাতে শত শত আলেম এবং মাদরাসার ছাত্র শহীদ হয়েছে, তাদের হাত থেকে কওমি মাদরাসার সনদ চাই না। বিবৃতিতে তিনি বলেন, কওমী মাদরাসা ধ্বংসের সরকারী নীলনকশা বাস্তবায়ন করতেই কতিপয় লোক বিভিন্ন পত্রিকায় জঘন্যতম মিথ্যার আশ্রয় নিয়েছে। তিনি বলেন, কওমি স্বীকৃতির পক্ষে ৫১ আলেমের বিবৃতিতে আমার নাম দেয়া হয়েছে, অতচ এখানে আমার পক্ষে আসার কোনো প্রশ্নই ইসে না। আমার সাথে কোনো রকমের যোগাযোগ না করেই, কোনো বিষয় না জানিয়েই আমার নাম উল্লেখ করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। বিবৃতিতে তিনি আরো বলেন, কওমী মাদরাসা শিক্ষা নিয়ে কোনো রকমের বিভ্রান্তি ছড়িয়ে লাভ হবে না। আমরা কখনো এই সরকারের হাত থেকে সনদ নিবো না, যেই সরকারের হাতে শত শত আলিম শহীদ হয়েছেন। বিজ্ঞপ্তি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment