পাওনা টাকার জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের মহিলাসহ আহত ১১

Friday, November 8, 2013



9শাহীন আহমদ : সিলেটের কোম্পানীগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের মহিলাসহ এগারো ব্যক্তি আহত হয়েছেন। গত ৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভোলাগঞ্জ উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন কাজী আব্দুল বারিকের ছেলে মো. ইন্তাজ আলী, মমতাজ আলীর ছেলে সোহেল, ইন্তাজ আলীর ছেলে সাজিদ আলী, সেলিম আহমদের স্ত্রী জাহানারা বেগম, আজাদ মিয়ার স্ত্রী ইয়াসমিনা বেগম, ইন্তাজ আলীর স্ত্রী তাছলিমা বেগম, কাজী আব্দুল বারিকের ছেলে সেলিম আহমদ, আব্দুল খায়েরের স্ত্রী ফাতেমা বেগম, ইন্তাজ আলীর স্ত্রী রোকেয়া বেগম, আব্দুল বারিকের ছেলে ডলু মিয়া, নারুল্লাহ মিয়ার ছেলে সফিক মিয়া, মতিউরের স্ত্রী ইমা বেগম। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় আহত ইন্তাজ আলী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় ৯ জনের নাম উল্লেখসহ ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামী করে লিখিত এজাহার প্রদান করেছেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্তকাজ অব্যাহত রেখেছে। থানায় প্রদান করা লিখিত এজাহারে বাদীদেরকে অভিযুক্ত করা হয়েছে। তারা হচ্ছে একই গ্রামের কালা মিয়া উরফে কসাই কালা, তার ছেলে বাবুল, আনোয়ার, আখতার, দেলোয়ার, নারায়ানপুর গ্রামের আফতাব আলী, পাড়–য়া লামাপাড়া গ্রামের সুহেল, সুজন, আবুল হোসেন। ইন্তাজ আলী তার লিখিত অভিযোগে উল্লেখ করে বিবাদী কালা মিয়ার সাথে তার লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে ইন্তাজ আলীর ছেলে সাজিদ আলী ও স্ত্রী তাসলিমা বেগম ঘটনার সময়ে পাওনা টাকা চাইতে গিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে কালা মিয়াসহ অন্যান্য বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইন্তাজ আলীর বসতবাড়ীতে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইন্তাজ আলীসহ অন্যান্যদের গুরুতর আহত করে। হামলার ঘটনায় এলাকার উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License