আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ মৌলভীবাজারে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে শক্রবার ১৩ হাজার ৬শ ৮৫ জন পরিক্ষার্থী অংশগ্রহন করেন।শুক্রবার সকাল ১০ টা থেকে জেলার বিভিন্ন সেণ্টারে পরিক্ষাটি অনুষ্টিত হয়। মৌলভীবাজার পিঠিআই কেন্দ্রে পরিক্ষা চলাকালীন অবস্থায় নামের সাথে স্বাক্ষরের সামান্য অমিল থাকাতে বেবী রানী নামে একজন পরিক্ষার্থীকে হল থেকে বহিস্কার করা হয়। বহিস্কারের পর কেন্দ্রে’র বাহিরে বসে কান্নারত বেবী রানীর কাছে এ প্রতিবেদক কান্নার কারন জানতে চাইলে তিনি জানান,মা-বাবা হারা অসহায় এতিম কন্যা আমি। আমার এ চাকুরীটার খুব বেশী দরকার ছিল,কিন্তু তা আর হলোনা।সামান্য ভুলের কারনে আমার জীবন টা কি যেন হয়ে গেল? উপস্থিত পরিক্ষার্থীর অভিভাবকরা তাকে শান্তনা দিলে কান্না যেন তার থামছেই না।
মৌলভীবাজারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরিক্ষা সম্পন্ন – বহিস্কার ১ জন
Friday, November 8, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment