সিলেট পৌঁছেছেন সজীব ওয়াজেদ জয় ॥ বিমান বন্দর ও পথে বিপুল সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে আইটি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয়কে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে আওয়ামী পরিবারের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সর্বস্তরের অগণিত মানুষ উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।
সজীব ওয়াজেদ জয় দুদিনের সফরে সিলেট এসেছেন। তার সাথে রয়েছেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার ছেলে রেদোয়ান সিদ্দিকী ববিও। এছাড়া নভো এয়ারের একই ফ্লাইটে কৃষক লীগের উপদেষ্টা এম. এ মোমিন চৌধুরীও আসেন।
নভো এয়ারের বিমানটি বেলা ২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর পৌঁছে ৫০ মিনিট পর বিকেল ৩টায়। সজীব ওয়াজেদ জয়কে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে স্বাগত জানান জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন, জেলা সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুবলীগের কেন্দ্রীয় নেতা ফজলুল হক আতিক প্রমুখ।
ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে সজীব ওয়াজেদ জয় সিলেট মহানগরীর উদ্দেশ্যে রওয়ানা হন। এখানে পৌঁছেই তিনি ও তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল (র) ও হযরত শাহপরান (র) মাজার জিয়ারত করেন। পথে রাস্তার দুপাশে দাঁিড়য়ে অগণিত মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়।
No comments:
Post a Comment