বৃত্তিমুলক পরীক্ষা মেধার বিকাশ ও সাহস যোগায়

Friday, November 8, 2013

Jabun Nesa Haque Photo-8-11-13সুরমা টাইমস রিপোর্টঃ সিলেট সংরক্ষিত আসনের এমপি সৈয়দা জেবুন নেছা হক বলেছেন, বৃত্তিমূলক পরীক্ষা মেধার বিকাশ ও সাহস যোগায়। বিশেষ করে সমাপনী পরীক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষক ও অভিভাবকরা ছেলেমেয়েদেরকে এ ধরনের পরীক্ষায় উৎসাহিত করা প্রয়োজন।

গতকাল ৮ নভেম্বর শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার ১০ নং কামালবাজার ইউনিয়নের ২৫তম হাসেমী মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা পরিদর্শন শেষে অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কামালবাজার কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনোহর আলী, হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, স্কাউট সিলেট অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার ইসমাইল আলী বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ্ব বোরহান হোসাইন, শহীদ সুলেমান বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক আফজাল হোসাইন আফজাল, মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গীতিকার মুহাম্মদ নওয়াব আলী, সাংবাদিক তাজুল ইসলাম বাঙ্গালী, এম. রহমান ফারুক, হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাই, হাসিমী মডেল একাডেমীর প্রধান শিক্ষক আতিকুল হক আব্দুল্লাহ, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম, সহকারী শিক্ষক আক্তার হোসাইন, মুহাম্মদ তোরাব আলী, ম্যানেজিং কমিটির সচিব জামাল হোসেন, সহকারী শিক্ষক হাসান আল ইব্রাহীম, হেলাল আহমদ, কামালবাজার ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক খলিল আহমদ, ছাত্রলীগ নেতা কামাল হোসেন, একরামুল হক, নুরুল হক প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তৃতায় আরো বলেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা ক্ষেত্রে বিপ্লব সাধন করেছেন। তিনি আধুনিক জ্ঞান-বিজ্ঞাপনের মাধ্যমে জাতিকে উচ্চ শিখড়ে তুলে ধরার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License