মহাপরিকল্পনা বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন মেয়র আরিফ
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী মহানগরীর উন্নয়নে প্রণীত মহাপরিকল্পনা বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।
বুধবার দুপুরে মহানগরীর দরগা মহল্লা এলাকায় একটি অভিজাত হোটেলে আয়োজিত পরামর্শ সভায় তিনি এ সহযোগিতা কমনা করেন।
সাংবাদিকদের নিকট থেকে পরামর্শ গ্রহণের উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়।
স্বাগত বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, অতীতের দীর্ঘদিনের জঞ্জাল সাফ করতে সময় লাগবে। ইতোমধ্যে ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়েছে। তবে এই উদ্যোগের বিরুদ্ধে চলছে নানা ধরনের অপপ্রচার। একটি চিহ্নিত মহল হকারদেরকে উস্কানিও দিচ্ছে।
তিনি বলেন, সিলেট মহানগরীর সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা দূর করতে ছড়াগুলোকে একটি একটি করে উদ্ধার ও সংস্কার করতে হবে। এসব ছড়ার উপরে রয়েছে প্রায় একহাজার অবৈধ স্থাপনা। এগুলো অপসারণে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। খুব শিগগির এসব অবৈধ স্থাপনার তালিকা শ্বেতপত্র আকারে প্রকাশ করা হবে।
তিনি এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে পরামর্শ দিতে সাংবাদিকদের প্রতি আনুরোধ জানান।
No comments:
Post a Comment