জকিগঞ্জ সংবাদদাতাঃ ছাত্রলীগের জেল হত্যা দিবসের অনুষ্ঠানে বাধাদানকে কেন্দ্র করে সিলেটের জকিগঞ্জে শিবির ও ছাত্রলীগের মধ্যে রোববার বিকেলে পৌর শহরে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এ নিয়ে পৌরশহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম চৌধুরী শিমুল জানান, জেল হত্যা দিবস উপলক্ষে ছাত্রলীগ জকিগঞ্জ সরকারী কলেজ শাখা সকালে কলেজ ক্যাম্পাসে মিছিল সমাবেশ করতে গেলে ছাত্রশিবির কর্মী আল আমিন, রায়হান আহমদ, বদর উদ্দিন, সজিব আহমদ প্রমুখের নেতৃত্বে তাতে বাধা প্রদান করে। এরই প্রতিবাদে বিকেলে এমএহক চত্বরে উপজেলা ও পৌর ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ আহবান করে।
সংঘর্ষে শিবির সভাপতি হাসানুল বান্না, অর্থও প্রচার সম্পাদক মুনির আহমদ খান, সুলতানপুর ইউপি সভাপতি আলী আমজা, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন ও আব্দুল আহাদসহ উভয় পক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত উপজেলা দক্ষিণ শিবির সভাপতি হাসানুল বান্না ও মুনির আহমদকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরে ছাত্রলীগ শহরে মিছিল সমাবেশ করেছে।
উপজেলা দক্ষিণ ছাত্র শিবির সভাপতি হাসানুল বান্না জানান, সকালে সরকারী কলেজে ছাত্রলীগের অনুষ্ঠানে বাধা দেয়ার কোন ঘটনাই ঘটেনি। বিকেলে মোটরসাইকেল চালিয়ে এমএহক চত্বর দিয়ে যাবার সময় সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদের উপর হামলা করা হয়েছে।
জকিগঞ্জে শিবির ছাত্রলীগ সংঘর্ষ : আহত ১০
Monday, November 4, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment