আমাদের সিলেট ডটকম:
ছাতকে স্বামীকে বেঁধে স্ত্রীকে রাত ভর পালাক্রমে ধর্ষণ করেছে কয়েকজন লম্পট। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকাবাজার সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। স’ানীয় লোকজন গুরুতর আহত অবস’ায় ধর্ষিতা ও তার স্বামীকে উদ্ধার করে প্রথমে ছাতক ও পরে উন্নত চিকিৎসার জন্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের পারকুল গ্রামের সিরাজ মিয়ার পুত্র আইন উদ্দিন স্ত্রীসহ ছাতকের গোবিন্দগঞ্জ ভাড়াটে বাসায় বসবাস করছেন। ঘটনার দিন আইন উদ্দিন স্ত্রীসহ বাড়িতে এসে অন্যান্য ভাইদের সাথে ভূমি সংক্রান- বিষয় নিয়ে ঝগড়া করে রাতেই গোবিন্দগঞ্জের বাসায় ফিরতে বাড়ি থেকে বের হন। আইন উদ্দিন জানান, রাত প্রায় আড়াইটায় সুরমা নদী পার হয়ে কালারুকা বাজারে এসে একটি টেম্পু ভাড়া করে যাবার সময় টেম্পু চালক ফখর উদ্দিন ও তার সহযোগি কালা মিয়া, ইন্তাজ আলী, জাহির উদ্দিন, তাজ উদ্দিনসহ ৬/৭ জন লম্পট স্বামী-স্ত্রীকে জোর পূর্বক গাড়ি থেকে নামিয়ে বিদ্যালয়ের তালা ভেঙ্গে একটি কক্ষে আটকে রাখে। পরে স্বামী আইন উদ্দিনকে বেঁধে রাত ভর স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে পাষন্ডরা। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন মূমুর্ষ অবস্থায় আইন উদ্দিন ও তার স্ত্রীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ছাতক থানার অফিসার্স ইনচার্জ শাহজালাল মুন্সি জানান, এ ব্যাপারে খতিয়ে দেখা হবে।
ছাতকে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ
Friday, August 1, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment