আমাদের সিলেট ডটকম :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেট নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
পৃথক শুভেচ্ছাবার্তায় দুই মেরুর দুই রাজনৈতিক নেতা বলেছেন, ঈদুল ফিতর ধনী-গরিব সব শ্রেণীর মানুষকে আরো ঘনিষ্ঠ বন্ধনে আবদ্ধ করবে। গড়ে তুলবে স¤প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সা¤প্রতিক সময়ে ফিলিস্তিনের গাজায় অব্যাহতভাবে সাধারণ মানুষের ওপর নির্মম হত্যাযজ্ঞের নিন্দা জানিয়ে মেয়র বলেন, ঈদুল ফিতরের আনন্দ ফিলিস্তিনিদের জন্য এখন বিষাদে রূপ নিয়েছে। ফুলের মতো নিষ্পাপ শিশুদের নিথর দেহ দেখে বিশ্বের প্রতিটি সচেতন শান্তিকামী মানুষ আজ হতবাক। আমরা চাই, গাজায় নির্মম হত্যাযজ্ঞ বন্ধ হোক।
বিশ্বে সব হানাহানি বন্ধ হবে, সা¤প্রদায়িক স¤প্রীতির শুভ বার্তা নিয়ে এগিয়ে যাবে পৃথিবী-এটাই হোক এবারের ঈদুল ফিতরের প্রত্যাশা বলে শুভেচ্ছা বার্তায় তিনি উলেখ করেন।
তারা আরও বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতর যেমন আনন্দ-উৎসবের উপলক্ষ তেমনি তা আমাদের সুযোগ করে দেয় ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধন আরো শক্তিশালী করার। শুভেচ্ছা বার্তায় তারা নগরবাসীর কল্যাণ কামনা করেন।
সিলেট নগরবাসীকে আরিফ ও কামরানের ঈদ শুভেচ্ছা
Monday, July 28, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment