আমাদের সিলেট ডটকম:
শনিবার দুপুরে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কুমিয়া এলাকায় মৌলভীবাজার-কুলাউড়া সড়কে একটি নিয়ন্ত্রণহীন মাইক্রোবাসের চাপায় ফারুক আহমদ (৩২) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত ফারুক আহমদ কুলাউড়া উপজেলার লালপুর এলাকার মৃত ফিরোজ মিয়ার ছেলে। এছাড়াও এ সময় ওই মাইক্রোবাস খাদে পড়ে এর পাঁচ যাত্রী আহত হয়েছেন। আহতরা হচ্ছেন- ইমা বেগম (৩২), রেনু মিয়া (৪৫), এবাদুর রহমান (৭), বাচ্চু মিয়া (২৯) ও বদরুল ইসলাম (১২)। আহতদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স’ানীয়রা জানায়, শনিবার সকালে মৌলভীবাজার থেকে একটি মাইক্রোবাস কুলাউড়ার দিকে যাচ্ছিল। পথে ব্রাহ্মণবাজারের কুমিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফারুক আহমদকে চাপা দিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় মাইক্রোবাসটি। এ সময় ফারুক আহমদ আহত হলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কুলাউড়ায় মাইক্রোবাসচাপায় নিহত ১ ॥ ৫ জন আহত
Saturday, August 2, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment