জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় আশঙ্কাজনক ১ জনসহ আহত ৪

Friday, August 1, 2014

আমাদের সিলেট ডটকম:

সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে জগন্নাথপুর পৌর সদরের টি এন্ড টি রোডে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় জগন্নাথপুরে বিদ্যুৎ ছিল না। অন্ধকারে সড়কের পশ্চিম দিক থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল আসছিল ও পূর্ব দিক থেকে একটি বাইসাইকেল যাচ্ছিল। মোটরসাইকেলটি বাইসাইকেলকে ধাক্কা দিলে বাইসাইকেলটি ২ জন আরোহীসহ ছিটকে দুরে পড়ে যায় এবং মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে পার্কিং করা একটি ট্রাকের নিচে ঢুকে গেলে এ দুর্ঘটনা ঘটে।

গুরুত্বর আহত মোটরসাইকেল আরোহী হবিবপুর আশিঘর গ্রামে বাসিন্দা শাহ নেওয়াজকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহত মোটরসাইকেলর অপর ১ আরোহী ও বাইসাইকেলের ২ শিশু আরোহীকে জগন্নাথপুর উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে রাতেই জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License