আমাদের সিলেট ডটকম: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাতক পৌরসভার মেয়র কালাম চৌধুরীর বড় ভাই কামাল চৌধুরীকে দেখতে যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার দুপুর আড়াইটায় হাসপাতালেন ১০ নং ওয়ার্ডের ১৭ নং কেবিনে চিকিৎসাধীন কামাল চৌধুরীর চিকিৎসার খোঁজ খবর নেন। তখন অর্থমন্ত্রীর হাত ধরে কামাল চৌধুরী কান্না জড়িত কণ্ঠে বলেন, স্যার ওসি আতাউরের নেতৃত্বে থানার ভেতর পুলিশ যখন আমাকে পেটায় তখন তারা বলতে থাকে আওয়ামী লীগের শালারে পেটা। এ কথা শুনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ভেরি স্যাড, ভেরি স্যাড। এ সময় এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুর্শেদ আহমদ চৌধুরী অর্থমন্ত্রীকে বলেন, পুলিশি নির্যাতনে কামাল চৌধুরীর দু’পা, এক হাত, হার্ট এবং কিডনীতে সমস্যা দেখা দিয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ মন্ত্রীকে বলেন, কামাল চৌধুরী তার রাজনৈতিক পরিচয় ও শারীরিক বিভিন্ন সমস্যা কথা বলার পরও ওসি আতাউরসহ ৮ জন পুলিশ সদস্য যে নির্যাতন করেছে তা চরম মানবাধিকার লঙ্ঘন।
অর্থমন্ত্রী এ সময় পুলিশ কমিশনার মিজানুর রহমানকে এসএমপির ৬ থানার পুলিশ কর্তৃক যেন কোন নাগরিক নির্যাতনের শিকার না হন ও সহযোগিতা প্রদানের নির্দেশ দেন।
No comments:
Post a Comment