আমাদের সিলেট ডটকম :
রোববার দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে সিলেটের ৩০ মুক্তিযোদ্ধা পরিবারকে অনুদান দিয়েছে মুক্তিযোদ্ধা কল্যাণ তহবিল। মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে অনুদানের নগদ টাকা তুলে দেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। পরিবার প্রতি সর্বনিম্ন ৩ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা দেওয়া হয়।
অনুদানপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে ১২ জনকে চিকিৎসার জন্য, ৫ জনকে লেখাপড়া, ৫ জনকে মেয়ের বিবাহ, ১ জনকে শেলাই মেশিন ক্রয়, ২ জনকে ঘর মেরামতের জন্য এবং বাকি ৫ জনকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) এজেড নূরুল হকের সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে উপসি’ত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মতিয়ার রহমান, প্রশাসনিক কর্মকর্তা সুব্রত শংকর দাস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চৌধুরী জুয়েল, সাংগঠনিক কমান্ডার আব্দুল হক, ক্রীড়া কমান্ডার সুরুজ আলী, মহানগর ডেপুটি কমান্ডার মো. মনাফ খান, সাংগঠনিক কমান্ডার চিত্র রঞ্জন প্রমুখ।
সিলেটে মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ
Sunday, July 27, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment