হবিগঞ্জ প্রতিনিধি : ঈদ জামাতকে কেন্দ্র করে হবিগঞ্জের লাখাই ও আজমিরীগঞ্জ উপজেলায় সংঘর্ষে ১ জন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছে।
মঙ্গলবার ২৯ জুলাই পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল ১০টার দিকে লাখাই উপজেলার বেগুইন গ্রামে দুপক্ষের মধ্যে ঈদ জামাতকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে শামীম আহমদ (৬০) নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হয়। আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রায় একই সময় আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে ঈদ জামাতকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এ সংঘর্ষে আহত হয় অর্ধশতাধিক ব্যক্তি। এ খবর পাঠানো পর্যন্ত গুরুতর আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল।
No comments:
Post a Comment