আমাদের সিলেট ডটকম:
ঈদের ছুটিতে বেড়াতে আসা ৫ জন পর্যটকের মৃত্যুর ঘটনার পর পরই পর্যটন স্পট জাফলংয়ের পিয়াইন নদীতে পর্যটকদের নদীতে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট জেলা প্রশাসন।
সিলেটের জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম জানিয়েছেন, গোয়াইনঘাটের ইউএনও ও ওসির নেতৃত্বে শুক্রবার সকাল থেকে সেখানে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে। কোনো পর্যটক যাতে নদীতে নামতে না পারে- তারা সে বিষয়টি তারা তদারকি করছেন। পর্যটকদের নিরাপত্তার জন্যই শুক্রবার থেকে পরবর্তী সিদ্ধান্ত পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে তিনি জানান।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় বৃস্পতিবার ও শুক্রবার মাইকিং করা হয়েছে। এরই মধ্যে ওই এলাকায় বিপুল সংখ্যক বিজিবি, পুলিশ ও গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, ঈদের ছুটিতে জাফলংয়ে বেড়াতে আসা ৫ জন পর্যটক এরই মধ্যে মারা গেছেন। তারা হলেন- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিছামনি গ্রামের খুর্শেদ মিয়ার ছেলে সাকিল (১০), একই উপজেলার বিলবরনগর গ্রামের বাছির মিয়ার ছেলে মামুন (২২),গুলবাড়ি গ্রামের আব্দুর রহিমের ছেলে সাদেক হোসেন(২০), সিলেট নগরীর শাহী ঈদগাহের খুরশেদ আলমের পুত্র কামরুল ইসলাম(২০) ও অজ্ঞাত একজন।
পিয়াইন নদীতে নামার নিষেধাজ্ঞা শুক্রবার থেকে কার্যকর
Friday, August 1, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment