আমাদের সিলেট ডটকম:
যাত্রীবাহী বাসের ইঞ্জিন বিকল হওয়ায় ঈদ ভ্রমণে ৭০ জন যাত্রীর ঈদ আনন্দ মলিন হয়ে গেল। রাত যাপন করতে হল ঢাকা- সিলেট মহা সড়কের খোলা আকাশের নিচে। গাড়ির চালক ও হেলপারের অনিয়ম ও দূনীতির কারণে সিলেট ভ্রমণে আসা নারী পুরুষ, শিশু কিশোরদের নিয়ে চরম বিপাকে পড়েন ভ্রমনকারীরা। ১০ ঘণ্টা খোলা আকাশের নিচে রাত্রি যাপন শেষে স্থানীয় বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়ে অবশেষে ভোর বেলায় মিতালী পরিবহন ভাড়া করে এনে ভ্রমণকারীদের পৌঁছে দেয় জে,বি পরিবহনের অদক্ষ চালক ও হেলপার।
জানা গেছে, সুদূর ঢাকা জেলার আড়াই হাজার এলাকার টিক্কা মহল্লা থেকে পবিত্র ঈদ উল ফিতরের পরদিন ব্যবসায়ী শফিকুল ইসলাম সহ ৭০ জনের একদল লোক ঈদ ভ্রমণ হিসাবে পুণ্যভূমি সিলেটের হযরত শাহ জালাল (রঃ), হযরত শাহ পরান (রঃ) এর মাজার জিয়ারত ও জাফলং বেড়ানোর উদ্দেশ্যে গত বুধবার দিবাগত রাতে সিলেটের উল্লেখিত স্থানগুলিতে জিয়ারত ও ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথিমধ্যে হঠাৎ চলন্ত অবস্থায় গাড়িটি নবীগঞ্জের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে ভাড়া করা বাস ঢাকা মেট্রো (ব ১৪-২১১০) ইঞ্জিন বিকল হয়ে পড়ে বৃহস্পতিবার দিবাগত প্রায় ৯টার দিকে। এ সময় গাড়ির চালক ও হেলপার অন্য গাড়ী চাহিয়া তাদেরকে গন্তব্যে পৌঁছে দেবার আশ্বাস দিয়ে প্রায় ১০ ঘণ্টা অতিবাহিত করতে থাকে। গভীর রাতে মহা সড়কের আউশকান্দিতে শিশু কিশোর, নারী যুবতীদের নিয়ে বিপাকে পড়েন ভ্রমনকারীরা। সারা রাত্রি মশার কামড় ও চরম আতংকে রাত যাপন করা শেষে ভ্রমণকারীদের সাথে বাসের চালক ও হেলপারের বাকবিতন্ডা শুরু হলে স্থানীয় লোকজন তা আচ করতে পেরে বিক্ষুব্ধ হয়ে উঠলে এক পর্যায়ে স্থানীয় লোকজনের চাপের মুখে একটি মিতালী পরিবহন বাস ভাড়া করে নিয়ে আসতে বাধ্য হয় জে.বি পরিবহনের চালক ও হেলপার, অবশেষে তাদের দুর্ভোগ লাঘব হয়।
কিবরিয়া চত্বরে ৭০ ভ্রমণপিপাষু আটকা ১০ ঘণ্টা খোলা আকাশের নিচে
Saturday, August 2, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment