আমাদের সিলেট ডটকম:
রোজা না রেখে ঈদগাহে আগমন এবং ঈদের জামাতকে কেন্দ্র করে হবিগঞ্জ জেলার লাখাই ও আজমিরীগঞ্জ উপজেলায় মঙ্গলবার ঈদুল ফিতরের দিন পৃথক সংঘর্ষ হয়েছে। এতে ১ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ ।
পুলিশ সূত্রে জানা গেছে, রোজা না রেখে ঈদুল ফিতরের জামাআতে অংশগ্রহণে নামাজ পড়তে আসলে এ নিয়ে মঙ্গলবার সকালে লাখাই উপজেলার বেগুনাই গ্রামে ঈদের জামাআতেই বুলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোর্শেদ কামাল মোশাহিদ ও সাবেক সদস্য সোয়াই মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শামীম আহমদ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়াও আর কমপক্ষে ৩০ জন আহত হন। আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে ঈদের জামাআত অনুষ্ঠিত হওয়ার সময়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে আহত হন আরও প্রায় ২০জন মানুষ।
লাখাই ও আজমিরীগঞ্জে পৃথক সংঘর্ষ \ নিহত ১, আহত অর্ধশতাধিক
Wednesday, July 30, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment