আমাদের সিলেট ডটকম:
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বালিশকোনা গ্রামের নুর উদ্দিনের বখাটে ছেলে খয়রুল ইসলাম (২৩) এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে এর ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে। এ ঘটনায় শুক্রবার আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরন করেছেন এ বখাটেকে। খয়র্বলকে বৃহস্পতিবার রাতে তাকে রাজধানী ঢাকা ডেমরা এলাকা থেকে আটক করে পুলিশ।
জানা গেছে, উপজেলার শাহবাজপুর স্কুল এণ্ড কলেজের দশম শ্রেণীর এক ছাত্রী (১৬) কে গত ২ মে রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে গেলে তাকে অপহরন করে নিয়ে গিয়ে একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে বালিশকোনা গ্রামের নুর উদ্দিনের বখাটে ছেলে খয়রুল ইসলাম (২৩) ও তার সহযোগী শ্রীধরপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে বাবেল (২২)। এ সময় তারা ধর্ষণের ভিডিও চিত্র ধারন করে। ঘটনার পর ওই রাতেই ছাত্রীটিকে তার বাড়ির সামনে ফেলে যায় নরপশুরা। এরপর ধারণকৃত ভিডিও চিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। ধর্ষণের শিকার স্কুলছাত্রী এলাকার গন্যমান্যদের কাছে বিচার দিয়ে বিচার না পেয়ে বাবার সহযোগিতায় বাদী হয়ে বড়লেখা থানায় ঘটনার এক সপ্তাহ পর গত ৯ মে মামলা দায়ের করে। মামলা নং-০৫। মামলায় বালিশকোনা গ্রামের নূর উদ্দিনের ছেলে খয়রুল ও শ্রীধরপুর গ্রামের আমির উদ্দিনের ছেলে বাবেলকে আসামী করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই তাপস চন্দ্র রায় জানান, খয়র্বলকে শুক্রবার আদালতে প্রেরন করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরন করে।
ধর্ষণের পর ভিডিওচিত্র প্রচার বড়লেখার বখাটে যুবক কারাগারে
Friday, August 1, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment