আরটিএনএন/আমারদেশ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, গাজায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বিজয় অবশ্যম্ভাবী।
মঙ্গলবার ইরানের বৃহত্তম ঈদের জামায়াতের খুতবায় তিনি এ মন্তব্য করেন। তেহরানের মোসাল্লা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এ জামাতে অন্তত ১০ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন।
খুতবায় ইরানে সর্বোচ্চ নেতা গাজা পরিস্থিতিকে বর্তমান মুসলিম বিশ্বের প্রধান সমস্যা হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, বিশ্ব মানবতার উচিত গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী বন্য পশুদের বর্বরোচিত হামলা বন্ধের ব্যবস্থা নেয়া।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইহুদিবাদী ইসরাইল বর্তমানে গাজায় যা করছে তা হচ্ছে জাতিগত শুদ্ধি অভিযান ও একটি ঐতিহাসিক বিপর্যয়। মানবতাবিরোধী এ অপরাধে জড়িতদের পাশাপাশি তাদের পৃষ্ঠপোষকদের প্রত্যেককে বিচারের সম্মুখীন করতে হবে।
তেহরানের প্রধান ঈদের জামায়াতের ইমাম বলেন, হামাসের অকুতোভয় যোদ্ধারা সীমাবদ্ধ শক্তি নিয়ে ইহুদিবাদীদের বিরুদ্ধে যে প্রতিরোধ করে যাচ্ছে তাতে সবার জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। সত্যের পথে ঈমানি শক্তি নিয়ে লড়াই করলে যে বিশ্বের সেরা সেনাবাহিনীকেও পরাভূত করা সম্ভব, হামাস তা দেখিয়ে দিয়েছে।
তিনি বলেন, গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরাইলি বাহিনী মারাত্মক ফাঁপড়ে পড়েছে। না সামনে এগুতে পারছে না পিছিয়ে যেতে পারছে। একদিকে পিছিয়ে গেলে আত্মসম্মানে বাধে অন্যদিকে হামাস যোদ্ধারা তাদের সামনে এগুতে দিচ্ছে না। মার্কিন সরকারসহ পশ্চিমা বিশ্ব ইসরাইলকে এই মহা মুসিবত থেকে উদ্ধারের জন্য ‘অবিলম্বে যুদ্ধবিরতি’র আহ্বান জানাচ্ছে। কিন্তু পাশ্চাত্যের জানা উচিত, গাজা যুদ্ধে হামাসের বিজয় অবশ্যম্ভাবী।
খামেনি বলেন, ফিলিস্তিনিরা যাতে ইহুদিবাদী বন্য পশুদের আগ্রাসনের মোকাবিলায় আত্মরক্ষা করতে না পারে সেজন্য মার্কিন প্রেসিডেন্ট নতুন করে গাজাকে নিরস্ত্র করার আহ্বান জানিয়েছেন। এ অবস্থায় মুসলিম বিশ্বের উচিত যার যার সামর্থ্য অনুযায়ী ফিলিস্তিনি জাতিকে সশস্ত্র করে তোলা। সূত্র : রেডিও তেহরান, এপি
গাজা যুদ্ধে হামাসের বিজয় অবশ্যম্ভাবী : খামেনি
Thursday, July 31, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment